সেটে বিগ বি, খুশিতে নাচলেন রণবীর!

এর আগে বলিউডের রুপোলি পর্দায় তো বটেই, নানা বিজ্ঞাপনেও তাঁর নাচ দেখেছেন ভক্তরা! সে সব পেরিয়ে এসে এ বার শুধু অমিতাভ বচ্চনের জন্য নাচলেন রণবীর সিংহ! কেউ রইল না চার পাশে। শুধু নাচলেন রণবীর, আর সেই ব্যক্তিগত নাচ দেখলেন বিগ বি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৮:২৫
Share:

এর আগে বলিউডের রুপোলি পর্দায় তো বটেই, নানা বিজ্ঞাপনেও তাঁর নাচ দেখেছেন ভক্তরা! সে সব পেরিয়ে এসে এ বার শুধু অমিতাভ বচ্চনের জন্য নাচলেন রণবীর সিংহ! কেউ রইল না চার পাশে। শুধু নাচলেন রণবীর, আর সেই ব্যক্তিগত নাচ দেখলেন বিগ বি!

Advertisement

বিগ বি আসলে চেয়েছিলেন রুপোলি পর্দার বাজিরাওকে একটা হঠাৎ দেখা দিতে! কাউকে কিচ্ছুটি না বলে-কয়ে সটান তাই তিনি হাজির হয়েছিলেন ‘বাজিরাও মস্তানি’-র সেটে।

বিগ বি যখন এলেন, সেটে তখন চলছে ধুন্ধুমার কাণ্ড! ২৫০ শুটিং দলের লোকজন তখন হিমশিম খাচ্ছে রণবীর সিংহ আর ১৮০ জন পেশাদার নাচিয়েকে নিয়ে! শুট করা হচ্ছে বাজিরাওয়ের যোদ্ধৃ নাচ!

Advertisement

তারই মাঝে আচমকা বিগ বি দেখে সেটে নেমে আসে নৈঃস্তব্ধ্য! সবাই একেবারে চুপ! একটা আলপিন পড়লেও শোনা যাবে, এমন নীরবতার মাঝেই ভ্যাবাচ্যাকা খেয়ে চুপ করে ছিলেন সবাই!

ঘাবড়াননি শুধু রণবীর! বিগ বি-কে দেখা মাত্রই তিনি ঠিক করে নেন, এর পর কী করবেন! যেমন ভাবা, তেমনই কাজ। শুটিং ফেলে, ক্যামেরা বন্ধ করিয়ে, সবাইকে সরিয়ে দিয়ে তিনি মুখোমুখি হলেন সিনিয়র বচ্চনের!

তার পর?

আর কী! সেই যোদ্ধৃ নাচ নাচলেন রণবীর! শুধু অমিতাভ বচ্চনের জন্য! মুগ্ধ হলেন বিগ বি! আর খুশিতে ভরে গেল বাজিরাওয়ের মন!

আপনাদের কি সেই নাচের কয়েক ঝলক দেখতে ইচ্ছে করছে? তার জন্য সবুর করতে হবে আরও বেশ কিছু দিন। ডিসেম্বরে যখন মুক্তি পাবে ‘বাজিরাও মস্তানি’, তখনই সেই নাচ দেখা যাবে ছবির পর্দায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement