Badshah

ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় ঢুকে মাংস ভক্ষণ! নিন্দার ঝড়, ধুয়ে দিলেন বাদশাও

পেঁয়াজ, রসুন-সহ কোনও আমিষ খাবারই সেখানে নেই জানতে পেরে, নিজের ব্যাগ থেকে বার করে মুরগির মাংস খেতে শুরু করেন। এমনকি, রেস্তরাঁর লোকজনকেও মাংস খাওয়ার প্রস্তাব দিতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:০৪
Share:

ইসকনের রেস্তরাঁয় মাংস খাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাদশা। ছবি: সংগৃহীত।

ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় অবলীলায় মাংস ভক্ষণ। ভিডিয়ো ভাইরাল হতেই নেটমাধ্যম জুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই বিতর্কে এ বার মুখ খুললেন র‌্যাপার বাদশা। ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিলেন তিনিও।

Advertisement

নেটমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে প়ড়ে। সেখানে দেখা যায়, এক আফ্রিকান-ব্রিটিশ নাগরিক ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় ঢুকে পড়েছেন। প্রথমে তিনি সেই রেস্তরাঁয় মাংস রয়েছে কিনা জিজ্ঞাসা করেন। পেঁয়াজ, রসুন-সহ কোনও আমিষ খাবারই সেখানে নেই জানতে পেরে, নিজের ব্যাগ থেকে বার করে মুরগির মাংস খেতে শুরু করেন। এমনকি, রেস্তরাঁর লোকজনকেও মাংস খাওয়ার প্রস্তাব দিতে থাকেন। এই দেখে চোখ কপালে ওঠে ওই রেস্তরাঁর কর্মীদের। ওই ব্যক্তিকে দোকান থেকে বার করে দেওয়ার জন্য তড়িঘড়ি নিরাপত্তারক্ষীকে ডাকেন তাঁরা।

এই ভিডিয়ো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বাদশার বক্তব্য, মাংসের খিদে নয়, ওই ব্যক্তির জুতোপেটা খাওয়ার খিদে পেয়েছিল। র‌্যাপার লিখেছেন, “ওই মুরগির মাংসটারও হয়তো অস্বস্তি হচ্ছিল। আসলে ভাইয়ের মাংসের খিদে নয়, মুখে জুতোপেটা খাওয়ার ইচ্ছে ছিল। আপনি যা বোঝেন না, সেটাকে সম্মান জানানোর মধ্যেই শক্তি প্রকাশ পায়।”

Advertisement

ওই রেস্তরাঁর সব কিছুই পর্যালোচনা করে ইসকন মন্দির কর্তৃপক্ষ। মাংস খেতে শুরু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলা হয়। কিন্তু তিনি রাজি হননি। ওই ব্যক্তির কাণ্ডে অন্য পুণ্যার্থীরাও অস্বস্তিতে পড়েন। ভিডিয়ো দেখে নিন্দার ঝড় উঠেছে। নেটাগরিকেরা বলছেন, “আপনি নিজের বিশ্বাস নিয়ে থাকুন। কিন্তু অন্যের বিশ্বাস ও ধর্মকে অসম্মান করাও শিক্ষিত মানুষের কাজ নয়। এটাও গণতন্ত্রের বিরোধিতা করারই শামিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement