Sreemoyee

Serial: ‘খারাপ সময় বউ পাশে থাকে, প্রেমিকা নয়’, শ্রীময়ীর আসনে রত্না, খল ভূমিকায় শোভন-বৈশাখী

নেটাগরিকর কথায়, ‘বউ উকিল নিয়ে ঘুরছেন, প্রেমিকা ওষুধ নিয়ে, জীবনে আর কি চাই শোভনদা’?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৩:৫০
Share:

খল ভূমিকায় শোভন-বৈশাখী, শ্রীময়ীর আসনে রত্না

‘খারাপ সময় বউ পাশে থাকেন, প্রেমিকা নয়’। এখন এমনই চর্চা নেটমাধ্যমে। সোমবার নিজাম প্যালেসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতার ঘিরে নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে বৈশাখী-শোভন-রত্নাকে নিয়ে। শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তারের দিন বেহালা পূর্বের বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে হাজির হতেই তাঁর উপস্থিতি নিয়ে নেটমাধ্যমে নানা কথা ওঠে। নেটাগরিকের একজন লেখেন, ‘বউ উকিল নিয়ে ঘুরছেন, প্রেমিকা ওষুধ নিয়ে ঘুরছেন জীবনে আর কি চাই শোভনদা’?

Advertisement

রত্নার এই উপস্থিতি তে বেশ খুশি হয়েছেন নেটাগরিকরা। তাঁদের একাংশের দাবি স্বামীর বিপদ দেখে নিজেকে আটকে রাখতে পারেননি রত্না। এমনকি জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-র সঙ্গে রত্নার তুলনা শুরু হয়। তাঁদের মতে, ধারাবাহিকে যেমন শ্রীময়ী তাঁর স্বামীর বান্ধবী থাকা সত্ত্বেও তাঁর প্রতি কর্তব্য করতে ভোলে না, তেমনই শোভনের জীবনে বৈশাখীর উপস্থিতি সত্ত্বেও বিপদে স্বামীর পাশে এসে দাঁড়ালেন রত্না। শুধু তাই নয়, ছেলেকেও বাবার সাহায্য করতে পাঠালেন। রত্নার এই আচরণ মুগ্ধ করেছে নেটাগরিকদের। তাই তাঁরা শ্রীময়ীর আদলে রত্নার ছবি তৈরি করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ছবির তলায় লেখা, ‘খারাপ সময়ে বউ পাশে থাকেন, প্রেমিকা নয়’।

‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেখানো হয়েছে, বিচ্ছেদের পরেও স্বামী অনিন্দ্য-র বিপদে বার বার ছুটে এসেছে শ্রীময়ী। অনেক লাঞ্ছনা সহ্য করেও স্বামীর কঠিন সময় মুখ ফিরিয়ে নেয়নি শ্রীময়ী। ঠিক সেই প্রসঙ্গ টেনে এনেই রত্নাকে শ্রীময়ী-র জায়গায় বসিয়েছেন নেটাগরিকরা। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে ‘জুন আন্টি’ ও শোভন চট্টোপাধ্যায় কে ‘অনিন্দ্য’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা। সেই মিমেই ছয়লাপ নেট-পাড়া।

Advertisement

রত্নার এই উপস্থিতিতে খুশি হয়েছেন নেটাগরিকরা। কারণ, তাঁরা বাস্তবের শ্রীময়ীকে খুঁজে পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement