রবিনার খোঁচা

রাজকুমার সন্তোষীর কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’! জোর গুজব, এর নাকি সিক্যুয়েল হতে চলেছে। অভিনয় করবেন, সলমন খানের সঙ্গে শাহরুখ খান। ১৯৯৪ সালে রিলিজ হওয়া যে ছবিতে ছিলেন আমির খান, সলমন খান, রবিনা টন্ডন, করিশ্মা কপূররা।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০০:১৪
Share:

রবিনা

রাজকুমার সন্তোষীর কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’! জোর গুজব, এর নাকি সিক্যুয়েল হতে চলেছে। অভিনয় করবেন, সলমন খানের সঙ্গে শাহরুখ খান। ১৯৯৪ সালে রিলিজ হওয়া যে ছবিতে ছিলেন আমির খান, সলমন খান, রবিনা টন্ডন, করিশ্মা কপূররা। বক্স অফিসে তেমন না চললেও যাঁরা দেখেছেন, তাঁদের বেশ ভাল লেগেছিল। গল্পটি ছিল অমর ও প্রেমের বিয়ে নিয়ে। ওঁদের স্বপ্ন, কোনও বড়লোকের মেয়েকে বিয়ে করে ধনী হয়ে যাওয়া। সদ্য রবিনা টন্ডনকে প্রশ্ন করা হয়, এই সিক্যুয়েলে অভিনয় করতে তিনি কতটা উৎসাহী। উত্তরে রবিনা বলেছেন, ‘‘আমার তো ভালই লাগবে। তবে জানি, সিনেমায় কী হবে! শাহুরুখ-সলমন দু’জনেই দেওয়ালে আমার আর লোলোর (করিশ্মা) ছবি টাঙিয়ে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে আর বলবে, ‘আমার বিবি মরে গেছে, এখন কী করি’ বলেই দু’জনে একুশের ছুঁড়ির পিছনে দৌড়বে।’’ মন্তব্যটি করে হেসে ফেলেছেন রবিনা নিজেও। তবে কথাটায় ‘খোঁচা’ পেয়েছেন অনেকেই! বলিউডে প্রবীণাদের দশা নিয়েই কি ব্যঙ্গ রবিনার?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement