Raveena Tandon

‘করিশ্মা-অজয়ের সন্তানদের দেখতে হবে জ়েব্রার মতো’, কেন এই মন্তব্য করেছিলেন রবিনা?

ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষো ছিল, অজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন রবিনা। একসঙ্গে ছবিও করেছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, পরে নাকি করিশ্মা কপূরের জন্য রবিনার সঙ্গে প্রতারণা করেন অজয়!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Share:

করিশ্মা-অজয়ের সম্পর্ক প্রসঙ্গে কী বলেছিলেন রবিনা টন্ডন? ছবি: সংগৃহীত।

বলিউডে কান পাতলে এমন অনেক ঘটনার কথাই উঠে আসে, যা কিছু কিছু সময় অবিশ্বাস্য বলে মনে হয়। অনেক তারকা প্রকাশ্যে ফাঁস করেন ব্যক্তিগত ঘটনা। আবার কেউ কেউ আড়ালেই রাখেন। যেমন অভিনেত্রী রবিনা টন্ডন বরাবরই প্রকাশ্যে নিজের প্রেমজীবন নিয়ে আলোচনা করেছেন। এক সময় নাকি অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিনা। প্রেম ভাঙায় অজয় সম্পর্কে কী বলেছিলেন নায়িকা?

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষো ছিল, অজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন রবিনা। একসঙ্গে ছবিও করেছিলেন তাঁরা। কিন্তু পরে নাকি করিশ্মা কপূরের জন্য রবিনার সঙ্গে প্রতারণা করেন অজয়। অজয় যদিও কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে আলোচনা করেননি। এক বার এক সাক্ষাৎকারে রবিনা বলেছিলেন, “করিশ্মা অজয়কে নিজের কাছেই রাখুক। আমার ওর প্রতি কোনও আগ্রহ নেই। যদি করিশ্মা, অজয়ের কখনও সন্তান হয় তাদের দেখতে হবে জ়েব্রার মতো।”

এই খবর প্রকাশ্যে আসার পরে, খুবই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। রবিনা যে এই ধরনের কথা বলতে পারেন তা আশা করেননি রবিনার অনুরাগীরা। এর আগে অক্ষয় কুমারের সঙ্গে রবিনার সম্পর্ক নিয়েও বিপুল আলোচনা হয়েছিল। তাঁদের তো বাগ্‌দানও হয়ে গিয়েছিল। পরে রবিনাই সেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement