Ravi Kishan

‘পালিয়ে যা, নয়তো মরে যাবি’ কার কাছে প্রতি মুহূর্তে হেনস্থার শিকার হতে হয় রবি কিশনকে!

নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। শেষে মায়ের কথা মেনেই বাড়ি ছাড়েন রবি কিশন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৩৫
Share:

রবি কিশনের জীবনের গোপন কথা। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ভোজপুরি ছবির সফলতম তারকা তিনি। জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি সিনেমার জগতে। শুধু রুপোলি পর্দা নয়, রাজনীতির ময়দানে সফল তিনি। বিজেপির তারকা সাংসদ। কিন্তু এ-হেন রবি কিশনের জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়ঝাপটা। নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। শেষে মায়ের কথা মেনেই বাড়ি ছাড়তে হয়।

Advertisement

ছোটবেলা থেকেই দারিদ্র দেখে বড় হয়েছেন। খাবারের সংস্থান ছিল না। বাড়িতে ১২ জন সদস্য। থাকার জায়গাটুকু নেই। একে অন্যের উপর শুয়ে দিন গুজরান করেছেন। এতটাই দারিদ্র। ছোটবেলা থেকে বাবার স্নেহ থেকে বঞ্চিত। বাবাকে দেখলেই ভয়ে কাঁপতেন। সামনে এলেই কপালে জুটত মার ও ভর্ৎসনা । পেশায় পুরোহিত ছিলেন। রবির কথায়, ‘‘আমাকে আমার বাবা সারা জীবন অকর্মণ্য ভেবেছেন। মারতেন। কোনও দিনও ভাল ভাবে কথা বলেননি। ভালবাসা দেননি। একদিন এমন ভাবে মারতে শুরু করলেন যে আমি দৌড় দিলাম বাড়ি ছেড়ে। আমার মা সে সময় হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে বলেছিল পালিয়ে যা, নয়তো মরে যাবি।’’ যে সময় বাড়ি ছেড়ে পালান তখন রবির বয়স ছিল ১৪ বছর। সেখান থেকে ভোজপুরি ছবির জগতে অন্যতম সফতম তারকা হয়ে ওঠার যাত্রাটা সহজ ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement