Entertainment News

য়ুলিয়াকে ‘ভাবি’ বলে ডাকছেন সলমনের বন্ধুরা?

ভাইজানের ঘনিষ্ঠ বন্ধুরা নাকি তাঁকে এখন থেকেই ‘ভাবি’ বলে ডাকছেন। আর তাতে একটু লজ্জা পেলেও বিষয়টি নাকি এনজয়ও করছেন তিনি। তিনি য়ুলিয়া ভানটুর। সল্লু মিঞার গার্লফ্রেন্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ১৬:৩৩
Share:

ভাইজানের ঘনিষ্ঠ বন্ধুরা নাকি তাঁকে এখন থেকেই ‘ভাবি’ বলে ডাকছেন। আর তাতে একটু লজ্জা পেলেও বিষয়টি নাকি এনজয়ও করছেন তিনি। তিনি য়ুলিয়া ভানটুর। সল্লু মিঞার গার্লফ্রেন্ড।

Advertisement

না! এই রোমানিয়ান সুন্দরীই যে তাঁর ‘লেডি লভ’ তা কখনও নিজে মুখে বলেননি ভাইজান। তবে বলি মহলে কান পাতলে তো এমন জল্পনাই শোনা যাচ্ছে। আর ইদানিং যখন সল্লু মিঞার বন্ধুরাও তাঁকে ঘনিষ্ঠ মহলে ‘ভাবি’ বলে ডাকছেন তখন খবরটা অনেকটা কনফার্ম বলেই মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ। তাই ছাদনাতলায় যেতে হয়তো আর খুব বেশি দেরি নেই সলমন-য়ুলিয়ার। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে নাকি এখন এক সঙ্গেই যাচ্ছেন সলমন-য়ুলিয়া। ভাইজানের বাড়ির সঙ্গেও নাকি য়ুলিয়ার বেশ ভাল সম্পর্ক। তাই এ বার ডেট ঠিক করার পালা।

আরও পড়ুন, ‘আমি সলমন বিরোধী নই’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন