Amber Heard

জনি-অ্যাম্বারের কাদা ছোড়াছুড়ি

সম্প্রতি লায়বল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন জনি। এক সংবাদমাধ্যম তাঁকে ‘ওয়াইফ বিটার’ বলায় তার সম্পাদকের বিরুদ্ধে জনি মামলা দায়ের করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০০:০৫
Share:

অ্যাম্বার হার্ড এবং জনি ডেপ—ছবি:সোশ্যাল মিডিয়া

কেমন করে রূপকথা জৌলুস হারিয়ে কদর্য রূপ নেয়, তার অন্যতম দৃষ্টান্ত হতে পারে জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের সম্পর্ক। বিবাহবিচ্ছেদের তিন বছর পরেও একে অপরের নামে কুৎসায় রত তাঁরা। সম্প্রতি লায়বল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন জনি। এক সংবাদমাধ্যম তাঁকে ‘ওয়াইফ বিটার’ বলায় তার সম্পাদকের বিরুদ্ধে জনি মামলা দায়ের করেন। সেই ট্রায়ালকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে জলঘোলা। অ্যাম্বার একের পর এক নির্যাতনের অভিযোগ তুলে আনছেন জনির বিরুদ্ধে। ‘‘আমার দিকে যে ভাবে বোতলের পর বোতল ছুড়ে মারছিল, মনে হচ্ছিল যেন গ্রেনেড ছুড়ছে।’’ উল্টো দিকে জনিও তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। প্রমাণস্বরূপ একটি রেকর্ডিং পেশ করেছেন, যেখানে অ্যাম্বার বলছেন, ‘‘আমি তোমাকে মারলেও, সে ভাবে কোনও আঘাত লাগেনি।’’

Advertisement

জনি-অ্যাম্বারের ডেটিং পর্ব এতটাই রোম্যান্টিক ছিল যে, তা নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ২০১৫ তে বিয়ে তাঁদের। এক বছরের মধ্যেই অ্যাম্বার গার্হস্থ হিংসার অভিযোগ তোলেন। যদিও তখন পুলিশি তদন্তে কিছু প্রমাণ হয়নি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দু’জনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু গোল বাধে যখন গত বছরের শেষে নিজের নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে একটি জনপ্রিয় পত্রিকায় লেখেন অ্যাম্বার। তার জন্য জনি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। জেমস ফ্র্যাঙ্কো এবং এলন মাস্কের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন অ্যাম্বার, এমন অভিযোগও করেন অভিনেতা।

এ দিকে জনির আগের দুই বান্ধবী উইনোনা রাইডার এবং ভেনেসা প্যারাডি জানান, অভিনেতা কোনও দিন তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তার ঠিক পরেই অ্যাম্বার বোতল ছোড়ার অভিযোগ আনেন। এই অভিযোগ, পাল্টা-অভিযোগের লড়াই আর কত কদর্য রূপ নেবে? প্রশ্ন ভক্তদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement