Celebrity Health Updates

আচমকা অসুস্থ সৌরভ-পত্নী ডোনার মা! হৃদ্‌যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে, এখন কেমন আছেন?

আনন্দবাজার ডট কম অন্য প্রসঙ্গে জানতে যোগাযোগ করেছিল ডোনার সঙ্গে। তখনই মায়ের অসুস্থতার কথা জানান সৌরভ-পত্নী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৬:২৬
Share:

অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়ের মা স্বপ্না গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আচমকা অসুস্থ খ্যাতনামী ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের মা স্বপ্না রায়। তিনি ‘ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাক’-এ কাবু। এ কথা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন ডোনা নিজেই। আনন্দবাজার ডট কম অন্য প্রসঙ্গে যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তখনই তিনি জানান, মাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি। চিকিৎসকেরা দেখছেন তাঁর মাকে।

Advertisement

ডোনা আরও জানিয়েছেন, তাঁর মা অনেক বছর ধরে ‘ইসকিমিক হার্ট’-এর সমস্যায় ভুগছেন। ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাককে (টিআইএ) চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় ‘মিনি স্ট্রোক’ বলা হয়। এই ধরনের অসুস্থতায় মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। যার ফলে স্ট্রোকের মতো লক্ষণ দেখা দেয়, যা অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে ঠিকও হয়ে যায়। তবে এই ধরনের শারীরিক সমস্যা যে কোনও সময়ে বড় বিপদ ডেকে আনতে পারে। ডোনা তাই তড়িঘড়ি মাকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। আপাতত এর বেশি খবর জানাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement