এমার কী হবে

কথায় আছে, দিনের শুরু দেখে বোঝা যায়, শেষ কেমন হবে। তবে এমা স্টোনের ক্ষেত্রে সেটা আর হল না। বছরের শুরুটা ভালই হয়েছিল। সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন। কিন্তু আর একটা খবর সুসংবাদের আবহের তাল কেটে দিল।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০০:১৩
Share:

কথায় আছে, দিনের শুরু দেখে বোঝা যায়, শেষ কেমন হবে। তবে এমা স্টোনের ক্ষেত্রে সেটা আর হল না। বছরের শুরুটা ভালই হয়েছিল। সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন। কিন্তু আর একটা খবর সুসংবাদের আবহের তাল কেটে দিল। ‘লা লা ল্যান্ড’ ছবির প্রোডাকশনের একজন ফাঁস করলেন, এই মিউজিকালে আসলে নাকি এমা, রায়ান গসলিং কেউই নাচেননি। ব্যবহৃত হয়েছে তাঁদের বডি ডাবল। সেই সূত্র অনুযায়ী, রায়ানের ক্ষেত্রে তিনজন বডি ডাবল ব্যবহার করা হয়েছিল। দু’জন ছিল নাচের জন্য। এমার নাচের দৃশ্যর জন্য ছিল এমিলি লিভিংস্টোন। এমন খবর প্রকাশ্যে আসার সঙ্গে-সঙ্গে তোলপাড় পড়ে যায় হলিউডে। সেই ব্যক্তি আরও জানান, ‘‘আমাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল।’’ প্রথমে অস্বীকার করলেও, এমন হইচইয়ের মধ্যে প্রয়োজক সংস্থা বাধ্য হয় এক বিবৃতি প্রকাশ করতে। সেখানে বলা হয়েছে, ‘গ্রিফিথ অবজার্ভেটরির নাচের ছোট্ট অংশেই শুধু বডি ডাবল ব্যবহার করা হয়েছে। বাকি সব নাচ এমা আর রায়ানেরই’। অনেকেই অবশ্য সে কথা মানতে চাইছেন না। এ দিকে ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য এ বছরই সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছিলেন এমা। সেরা ছবির নাম নিয়ে অস্কারের মঞ্চে ভুল বোঝাবুঝি হয়। এ বার এমার বডি ডাবলের ব্যবহার তাঁর অস্কারের উপর কি কোনও প্রভাব ফেলবে? সেটার উত্তর অবশ্য এখনই কেউ দিতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন