Riddhi Sen

অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়ার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ঋদ্ধি সেন, কেমন দেখলেন মেয়ের বাবাকে?

অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির ঋদ্ধি সেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩
Share:

অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে কেমন অভিজ্ঞতা ঋদ্ধির! ছবি: সংগৃহীত।

১১ ডিসেম্বর বিয়ে সারলেন অনুরাগ কাশ্যপ-কন্যা আলিয়া কাশ্যপ। পাত্র দীর্ঘ দিনের প্রেমিক শেন গ্রেগোয়ার। ২০২৩ সালের জুন মাসে বাবা-মায়ের অনুপস্থিতিতেই বাগ্‌দান সেরে ফেলেন আলিয়া। তবে এ বার বিয়েটা হল ধুমধাম করে। প্রায় চার দিন ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের পর বিয়ে। সেই বিয়েতে অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির ঋদ্ধি সেন। আলিয়া-শেনের বিয়েতে অনুরাগকে কেমন দেখলেন তিনি? ফিরে লিখলেন অভিজ্ঞতা।

Advertisement

আলিয়ার বিয়ের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। প্রায় প্রতিটি ভিডিয়োয় কখনও মেয়েকে স্নেহচুম্বনে ভরিয়ে দিচ্ছেন, কখনও আনন্দে নাচছেন। প্রতি বার যেন খ্যাতনামী পরিচালকের সত্তার বাইরে এক বাবাকে দেখা গিয়েছে। ঋদ্ধিও যেন এক বাবার ভিতরের ছেলেমানুষকে দেখে এলেন সেই বিয়েতে। সম্প্রতি অনুরাগের সঙ্গে একটি ছবির শুটিং শেষ করেছেন। যার ফলে একটা লম্বা সময় অনুরাগকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। মানুষটা আসলে শিশুর মতো। ঋদ্ধি লেখেন, ‘‘আমি একজন বাবাকে দেখলাম যে মনেপ্রাণে একেবারে শিশুর মতো। আমরা এমন একটা সমাজে বাস করি যেখান পরিস্থিতি আমাদের ক্রমাগত বড় হতে বাধ্য করে। কিন্তু নিজের শিশুসত্তাকে বাঁচিয়ে রাখা কিন্তু মুখের কথা নয়। একজন শিল্পী হিসাবে সর্ব ক্ষণ নিজেকে বিপণনের মাধ্যমে না ভেবে শিল্পসত্তাকে সযত্নে লালন করাটা কিন্তু বেশ শক্ত।’’

অনুরাগ বরাবরই স্পষ্টবাদী। সে কারণে নানা সময় বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু সে সবের পরোয়া করেন না বলেই নিজের মধ্যে শৈশবকে ধরে রাখতে পেরেছেন পরিচালক। ঋদ্ধি আরও লেখেন, ‘‘ওরা চারপাশে থাকলে অদ্ভুত একটা জীবনীশক্তিতে ভরে যায় চারপাশটা। ওকে দেখে শেখা যায় কী ভাবে প্রতি মুহূর্তে নতুন কিছু জানার জন্য মুখিয়ে থাকে মানুষটা। আমি একজন বাবাকে দেখলাম। পাশাপাশি সিনেমার মানসপুত্রকে দেখলাম। কী সুন্দর সহাবস্থান তাদের, একটা মানুষের অন্দরেই।’’ সব শেষে আলিয়া ও শেনকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি। পাশাপাশি অনুরাগ ও তাঁর প্রাক্তন স্ত্রী আরতি বাজাজকে কৃতজ্ঞতা জানিয়েছেন এমন একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement