Riteish Deshmukh

Riteish Deshmukh: বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবু সেক্স কমেডিতে অভিনয় করেছেন বলে লজ্জিত নন রীতেশ

খ্যাতি চান না রীতেশ। ছবির বাছাই নিয়েও লজ্জিত নন। নিজেকে তৃপ্তি দিতেই অভিনয় করেন, জানালেন অভিনেতা নিজেই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১১:১৬
Share:

বিনোদনে বাঁধ নেই রীতেশের

পরিবার-পরিজনের ইচ্ছেয় বা সংসার চালাতে নয়। নিজের স্বপ্ন পূরণে অভিনেতা হতে চেয়েছিলেন রীতেশ দেশমুখ। বাবা বিলাসরাও দেশমুখের রাজনৈতিক পরিচিতি, অভিনেত্রী স্ত্রী জেনেলিয়া ডি’সুজা কিংবা দুই সন্তান— নিজের বলিউড কেরিয়ার বা অভিনয়ের ইচ্ছেকে এর সবের থেকেই আলাদা রাখতে চান বরাবর। রেখেওছেন। আর তাই তাঁর স্পষ্ট দাবি, ‘মস্তি’, ‘গ্র্যান্ড মস্তি’, ‘কেয়া কুল হ্যায় হম’-সহ ৪-৫টি সেক্স কমেডিতে কাজ করা নিয়ে কোনও সংকোচ নেই তাঁর।

Advertisement

রীতেশের দুই ছেলে বড় হচ্ছে। বাবার কাজ নিয়ে তারা কি প্রশ্ন করে? এক সাক্ষাৎকারে রীতেশ বলেন, ‘‘আমার স্ত্রী-সন্তান তো নয়ই, এমনকি প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীনও কখনও আমায় এ নিয়ে কিছু বলেননি।’’

অভিনেতা জানান, তিনি নিজের তৃপ্তির জন্যই অভিনয় করেন। অন্য কারও কথা ভেবে নয়। রীতেশের কথায়, ‘‘বলিউডে আমিই একমাত্র অভিনেতা যে ৪-৫টি সেক্স কমেডিতে অভিনয় করেছি। এবং এতে আমি বিন্দুমাত্র লজ্জিত নই। কখনও ভাবিনি, আমার সন্তান ভবিষ্যতে কী ভাববে। আমি যখন এগুলো করেছি, তখন আমার বাবা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন।’’

Advertisement

দুই সন্তান রাহিল এবং রিয়ান সম্পর্কে রীতেশ বলেন, ‘‘বাবা যে খ্যাতনামী, সে সম্পর্কে খুব একটা ধারণা নেই ওদের। স্কুলের বন্ধুরা যখন বলে, তোমাদের বাবা এক জন তারকা, আমার বাচ্চারা বুঝতে পারে না। কেন ভক্তরা আমার পিছনে ঘুরে বেড়ায়, ছবি তুলতে চায় আমার সঙ্গে— তা নিয়েও ওরা সচেতন নয়। তবে এটাই ভাল। আমি বলব, খ্যাতি ক্ষণস্থায়ী। আপনি যাকে খ্যাতি বলে মনে করেন, তা হয়তো একটি বিভ্রম। আমি আমার বাচ্চাদের শেখাই, যাও এবং তোমার বন্ধুদের বলো যে আমার বাবা আমার জন্য এবং আমার পরিবারকে বিনোদন দেওয়ার জন্য প্রতি দিন কাজ করতে যান।’’

রীতেশ অভিনীত কোর্টরুম কমেডি সিরিজ ‘কেস তো বনতা হ্যায়’-এর ঝলক মুক্তি পেয়েছে গত সোমবার। তাতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন