Entertainment news

হাতি ঘোড়া সঙ্গে নিয়ে বাবাজি গেলেন ব্যাঙ্ক ডাকাতি করতে, তার পর?

এ যেন সেই হাতি নাচছে, ঘোড়া নাচছে। তবে সোনামণির বিয়ের বালাই নেই। হাতি আর ঘোড়া সঙ্গে করে বাবাজি চলেছেন। হাতে তাঁদের বন্দুক। হাতি ঘোড়ার হাতেও তাই। দল বেঁধে তাঁরা চলেছেন ব্যাঙ্ক ডাকাতি করতে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১১:৩৭
Share:

‘ব্যাঙ্কচোর’গণ।

এ যেন সেই হাতি নাচছে, ঘোড়া নাচছে। তবে সোনামণির বিয়ের বালাই নেই। হাতি আর ঘোড়া সঙ্গে করে বাবাজি চলেছেন। হাতে তাঁদের বন্দুক। হাতি ঘোড়ার হাতেও তাই। দল বেঁধে তাঁরা চলেছেন ব্যাঙ্ক ডাকাতি করতে!

Advertisement

ঘাবড়ানোর কিছু নেই। রিতেশ দেশমুখের নতুন ছবি আসছে। ছবির নাম ‘ব্যাঙ্ক চোর’। এই ছবি হচ্ছে বিশ্বের প্রথম সিনেমা যা কিনা ‘সিক্সটিন ডি’ ফর্ম্যাটে তৈরি। অর্থাৎ দর্শকরা এই ছবি যে শুধু দেখতে পাবেন তা-ই না। সঙ্গে ছবির এক অবিচ্ছেদ্য অঙ্গও হতে পারবেন। রিতেশ ছাড়াও ছবিতে অভিনয় করছেন বিবেক আনন্দ ওবেরয় ও রিয়া চক্রবর্তী। আশিস পাতিল প্রযোজিত এই ছবির পরিচালনা করেছেন বাম্পি। নতুন প্রজন্মকে টানার জন্য যশ রাজ ব্যানারের প্রযোজনা সংস্থা ‘ওয়াই ফিল্মস’ এই ছবি নিয়ে আসছে।

এতদিন দর্শক প্রেক্ষাগৃহে থ্রিডি ফর্ম্যাটে ছবি দেখে এসেছেন। এই বার আরেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন দর্শক। এই ধরনের ফর্ম্যাট দর্শককে প্রায় সব রকমেরই অনুভূতি দিতে পারবে। এই প্রযুক্তির সাহায্যে স্পর্শ থেকে গন্ধ-স্বাদ অবধি দর্শক সিনেমা হলে চেখে নিতে পারবেন। প্রযোজকদের মতে ‘দর্শকদের মনে হবে তাঁরা যেন ব্যাঙ্কেই বসে আছেন। আর তাঁদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে ডাকাতেরা। যশ রাজ ফিল্মস এর আগে প্রথম ‘আইম্যাক্স’ ও ‘অ্যাটমোস’ সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে। আর এবার ‘সিক্সটিন ডি’।

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন: প্রিয়ঙ্কাকে বিয়ের ‘প্রোপোজাল’ দিয়েছিলেন শাহরুখ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement