Entertainment News

‘গহীন হৃদয়’-এ অনস্ক্রিন সাহসী হবেন ঋতুপর্ণা, দেখুন ভিডিয়ো

বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙেন, গড়েন নায়িকা। পর্দায় চিত্রনাট্যের প্রয়োজনে সাহসীও হয়েছেন। ফের একবার সেই সাহসী ঋতুপর্ণাকে দেখবেন দর্শক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৩:৫৮
Share:

ছবির দৃশ্যে ঋতুপর্ণা এবং কৌশিক। ছবি: ইউটিউবের সৌজন্যে।

অভিনেত্রী হিসেবে নিজেকে তিনি বহুবার প্রমাণ করেছেন। কেরিয়ারের দীর্ঘ জার্নি পেরিয়ে এসেও এখনও প্রতিদিন দর্শকের কাছে দায়বদ্ধ থাকেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নিজেকেই। তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত

Advertisement

বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙেন, গড়েন নায়িকা। পর্দায় চিত্রনাট্যের প্রয়োজনে সাহসীও হয়েছেন। ফের একবার সেই সাহসী ঋতুপর্ণাকে দেখবেন দর্শক। সৌজন্যে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘গহীন হৃদয়’।

সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অগ্নিদেব। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার এবং কৌশিক সেন। শুটিং প্রায় দু’বছর আগে শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Advertisement

আরও পড়ুন, জয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের পর কেমন আছেন সায়ন্তিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement