riya ganguly

‘অন্যের সংসার ভাঙছি না, নিজের স্বামীর সঙ্গেই থাকছি’ অরিন্দমের সঙ্গে বিচ্ছেদের পরিকল্পনা বাতিল রিয়ার

স্বামীর বিরুদ্ধে একদা একাধিক নারীতে আসক্তির অভিযোগ আনেন। সে সব আর মনে রাখতে চান না রিয়া। কী কারণে স্বামী অরিন্দমের সংসারে ফিরলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯
Share:

(বাঁ দিকে)রিয়া গঙ্গোপাধ্যায়, (ডান দিকে) অরিন্দম চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেকেরই জানা। তার পরে সেই জল গড়িয়েছে বহু দূর। আইনি পদক্ষেপ করেছিলেন অভিনেত্রী রিয়া। স্বামীর নামে পরকীয়ার অভিযোগ। প্রকাশ্যে কান্নাকাটিও করতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও বছর শেষ হওয়ার মুখে ‘ইউ টার্ন’ নিল রিয়া-অরিন্দমের সম্পর্ক। স্বামীকে কাছে টেনে নিলেন রিয়া। নিজের ভুল স্বীকার করে নিলেন অভিনেত্রী। কী ভাবে ভাঙা সম্পর্ক জোড়া লাগল, আনন্দবাজার ডট কমকে জানালেন রিয়া।

Advertisement

২০১৩ সালে রিয়া ও অরিন্দম সাতপাকে বাঁধা পড়েন। দম্পতির যমজ সন্তানের বয়স এখন প্রায় আট বছর। মাঝের কয়েকমাস বাবা-মায়ের দাম্পত্যকলহ প্রভাব ফেলেছে তাদের উপরেও। স্বামীর সঙ্গে কয়েক মাসের বিচ্ছেদ যেন ফের রিয়াকে বুঝতে শেখায়, তাঁদের বিয়ের সম্পর্ক ভাঙার নয়।

স্বামীর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করা ঠিক হয়নি বলেও মেনে নেন রিয়া। তাঁর কথায়, ‘‘যেটা আমরা চার দেওয়ালের ভিতরে মিটিয়ে নিতে পারতাম সেটাকে লোকের সামনে নিয়ে আসি। একে অপরকে অসম্মান করেছি। যদিও এ সবের ভুলের দায়ভার আমি নিচ্ছি। সেই কারণে আমাদের মাঝের ফাঁকা জায়গার অন্য মানুষ সুযোগ নিয়েছে। আমি অনেক ভুল করেছি তার পরেও আমার শ্বশুরবাড়ির মানুষেরা বুকে টেনে নিয়েছে।’’

Advertisement

যদিও স্বামী-স্ত্রী সম্পর্ক অটুট হলেও এই সম্পর্কটা স্পর্শকাতর। কথায় আছে, কাচে চিড় ধরলে আর জোড়া যায় না। সেখানে সম্পর্ক কি ফের জোড়া লাগাতে পারবেন রিয়া? সেই প্রসঙ্গে অভিনেত্রী আত্মবিশ্বাসী, তিনি পারবেন। কারণ, তিনি অতীতের ভুল করতে চান না।

রিয়া বলেন, ‘‘আমি ও অরিন্দম দু’জনেই আহত। এ রকম একটা সময়ে স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং আমরা একে অপরের ঘা শুকোতে সাহায্য করব। আর অরিন্দম বরাবরই সংসার করতেই চেয়েছিল।’’ যদিও রিয়া স্বীকার করে নেন, তাঁদের সম্পর্কে মাঝে সাত বছরের মতো একটা শূন্যস্থান ছিল। কিছুতেই একে অপরকে সময় দিয়ে উঠতে পারতেন না। এ বার নতুন করে শুরু করবেন। তাই সময় দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, স্বামীর বিরুদ্ধে একদা একাধিক নারীতে আসক্তির যে অভিযোগ আনেন সে সব আর মনে রাখতে চান না।

রিয়ার কথায়, ‘‘মানুষ মাত্রেই ভুল হয়, তবে সেটা শুধরে নিতে হয়। আমার যেমন সব ভাল নয়, তেমনই আমার স্বামীর সব ভাল তা নয়। সে তার ভুল বুঝতে পেরেছে। তার মনে হয়েছে, পরিবারটাই সবার আগে। সেই জন্যই একে অপরের দিকে এগিয়ে আসি।’’

রিয়া জানান, তাঁদের বিচ্ছেদ যাঁরা চেয়েছিলেন তাঁরা ব্যর্থ হয়েছেন। কারণ, তাঁর স্বামীর কানে তাঁর নামে নানা কুকথা ঢোকানো হয়। রিয়ার কথায়, ‘‘আমি অন্য কারও সংসার ভাঙছি না। নিজের স্বামীর সঙ্গেই থাকছি। আমার স্বামীও অন্য কোনও নারীকে বাড়িতে তোলেনি। দু’জনেই সংসারটা করতে চাই বলেই সম্ভব।’’ রিয়া জানান, ভবিষ্যতে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে জলঘোলা হোক, সেটা চান না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement