Yuzvendra Chahal

ধনশ্রীর বরকে চুরি করেছেন, চহলকে নিয়ে দড়ি টানাটানি! কী উত্তর দিলেন ‘প্রেমিকা’ মহওয়াশ?

চহলের জন্মদিনের পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে মহওয়াশ। ‘লোকের বর চুরি করেছেন’, কেউ লিখছেন, ‘একটা প্রতারক কোথাকার।’ এ বার তাঁদের উত্তর দিলেন মহওয়াশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:৫৬
Share:

ধনশ্রীর প্রাক্তন স্বামী চহলকে চুরি করেছেন মহওয়াশ! ছবি: সংগৃহীত।

তাঁদের সম্পর্কের আগল আলগা হচ্ছে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ককে আরও প্রকাশ্য আনছেন বেতার উপস্থাপক মহওয়াশ ও ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহল। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রথম বার দু’জনকে একসঙ্গে দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলেন তাঁরা। পরে আইপিএল-এ পঞ্জাব কিংসের ম্যাচের সময় অনেক বার স্টেডিয়ামে দেখা গিয়েছে মহওয়াশকে। চহলের জন্য গলা ফাটিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চহলের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর হোটেলে তাঁর জন্য গোলাপের তোড়াও পাঠিয়েছিলেন মহওয়াশ। সম্প্রতি লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের। এ ছাড়াও যুজবেন্দ্রের জন্মদিনে লন্ডনের রাস্তার বিরাট আয়োজন করেন ‘প্রেমিকা’ মহওয়াশ। সেই ভিডিয়ো নিজের পাতায় পোস্ট করেছেন ক্রিকেটতারকা নিজেই। তার পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে মহওয়াশ। ‘লোকের বর চুরি করেছেন’, কেউ লিখছেন, ‘একটা প্রতারক কোথাকার।’ এ বার তাঁদের উত্তর দিলেন মহওয়াশ।

Advertisement

মহওয়াশের সঙ্গে চহলের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে সমাজমাধ্যমে ‘ঘরভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি, চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও নানা ইঙ্গিত দিয়েছেন। যদিও মহওয়াশ দিনকয়েক আগেই জানান, লোকের কথায় পাত্তা দিতে নারাজ তিনি। এ বার আর আকারে-ইঙ্গিতে নয়, সরাসরি জানিয়ে দিলেন তিনি কারও বর চুরি করেননি। মহওয়াশের কথায়, ‘‘ কেউ যদি তোমাকে ঠকায় তাকে ছেড়ে দেওয়া ভাল। ঠকানো যার স্বভাব, প্রতি বার একই কাজ করবে সে। আসলে ভালবাসা মূল্যবান। এটা এমন একটা জিনিস, যে কোনও মানুষের সঙ্গে হবে তেমনটা নয়। যিনি ঠকাচ্ছেন তাঁকে তাঁর মতো ছেড়ে দেওয়া ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement