বিচ্ছেদ রবার্টের

সূত্রের খবর, নিজেদের মধ্যে বিভিন্ন মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দশ বছর প্রেমের সম্পর্কে থাকার পরে ১৯৯৭ সালে বিয়ে করেন রবার্ট এবং গ্রেস।

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

রবার্ট-গ্রেস

কুড়ি বছরের দাম্পত্য শেষ করলেন রবার্ট ডি নিরো এবং‌ গ্রেস হাইটাওয়ার। এই মুহূর্তে দু’জন এক ছাদের তলায় থাকছেনও না। সূত্রের খবর, নিজেদের মধ্যে বিভিন্ন মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দশ বছর প্রেমের সম্পর্কে থাকার পরে ১৯৯৭ সালে বিয়ে করেন রবার্ট এবং গ্রেস। এলিয়ট এবং হেলেন নামে দুই সন্তানও রয়েছে তাঁদের। এর আগেও এক বার বিয়ে ভেঙেছে রবার্টের। গ্রেসের আগে ডায়ান অ্যাবটের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতার। প্রথম পক্ষের দুই ছেলেমেয়েও রয়েছে।

Advertisement

তবে গ্রেসের সঙ্গেও বিয়ের দু’বছর পরে বিচ্ছেদের প্রস্তাব এনেছিলেন রবার্ট। সে বারে ছেলে এলিয়টের হেফাজত নিয়ে ঝামেলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে শেষমেশ আর তখন ডিভোর্সের পথে হাঁটেননি তাঁরা। মোটের উপর নির্বিবাদেই কেটেছে বাকি দাম্পত্য। তবে সম্প্রতি ঝামেলা বাড়ছিল বলেই শোনা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement