Rohan Bhattacharya

Rohaan: ছোট পর্দা ছাড়ছেন রোহন! টলিপাড়ার চর্চা নিয়ে কী বলছেন অভিনেতা নিজে?

টেলিপাড়া এক দিন তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তাই সেখানে নাকি আর পা রাখবেন যে রোহন ভট্টাচার্য! অভিনেতা নিজে কী বলছেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১২:৫৬
Share:

রোহন নাকি আর ছোট পর্দায় ফিরবেন না!

২০০৭ কি ২০০৮ সাল। রোহন ভট্টাচার্যকে অভিনয় দুনিয়া চেনে না। তাঁর তখন একটাই কাজ। রোজ স্টুডিয়ো পাড়ায় নিজের ছবি আর বায়োডাটা নিয়ে যোগাযোগ করা। সেই সময়েই নাকি এক স্টুডিয়ো থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনটাই শোনা যায় টেলিপাড়ার অন্দরে।

Advertisement

রোহন এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ। ‘ভজ গোবিন্দ’, ‘কলের বৌ’, ‘অপরাজিতা অপু’ তাঁকে দর্শকের অন্দরমহলে পৌঁছে দিয়েছে। এ সবের মধ্যেই তাঁকে নিয়েই টেলিপাড়ায় জোর শোরগোল। রোহন নাকি আর ছোট পর্দায় ফিরবেন না! ২০০৭ সালের প্রতিশোধ কি ২০২২-এ এসে নিচ্ছেন? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ছোট পর্দার ‘গোবিন্দ’-র সঙ্গে।

অভিনেতার গলায় হালকা বিরক্তি। বললেন, ‘‘কে বা কারা আমায় নিয়ে এ রকম অপপ্রচার চালাচ্ছে, কিচ্ছু জানি না। কেন ছড়াচ্ছে এ রকম, তা-ও জানা নেই। যে মাধ্যম আমায় এত পরিচিতি দিল সেই মাধ্যম কখনও ছেড়ে যেতে পারি?’’

Advertisement

২০০৭ সালের ঘটনা প্রসঙ্গেও তাঁর দাবি, এনটিওয়ান স্টুডিয়োয় এ রকম ঘটেছিল। তখন কেউ চিনতেন না। পরিচালকদের সঙ্গে দেখা করার জন্য রোহন প্রায় রোজই স্টুডিয়ো পাড়ায় যেতেন। রিসেপশন থেকেই পত্রপাঠ তাঁকে বিদায় জানানো হত। অভিনেতার যুক্তি, ‘‘এত পুরনো ঘটনা কেউ মনে রাখে? তার উপরে, যে স্টুডিয়ো আমায় তাড়িয়েছিল সেখানেই আমি আজ জনপ্রিয়।’’

তা হলে এ রকম রটছে কেন? ছোট পর্দার ‘দীপু মাস্টার’-এর দাবি, তিনি ছোট-বড় দুই পর্দাতেই অভিনয় করেছেন। যদিও বড় পর্দায় সাফল্য আসেনি। বাকি ওয়েব সিরিজ। এই প্রজন্ম ওয়েব প্ল্যাটফর্মে বুঁদ। তাঁরও খুব ইচ্ছে, ওয়েব সিরিজ করবেন। তাই হইচই প্ল্যাটফর্মের আগামী সিরিজে অভিনয় করতে চলেছেন। এই সঙ্গে অনুরাগীদের আশ্বস্তও করেছেন, ‘‘ছোট পর্দায় ফেরার জন্য মুখিয়ে আছি। মনের মতো চরিত্র পেলেই আবার আপনারা রোজ সন্ধেয় আমায় দেখতে পাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন