দেব প্রসঙ্গে অকপট রুদ্রনীল। — নিজস্ব চিত্র।
প্রায় ১০ বছর আগে শুটিং শেষ হয়েছে ‘ধূমকেতু’। মুক্তি পাচ্ছে ২০২৫-এ। এই ১০ বছর বদলে গিয়েছে দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ। বয়স বেড়েছে ছবির অন্য কলা কুশলীদেরও। ‘ধূমকেতু’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। মাঝখানে বয়ে গিয়েছে একটি দশক। সে দিনের অভিনেতা রুদ্রনীল, দেব আজ রাজনৈতিক পরিচয়ে ভিন্ন। পরস্পর প্রতিপক্ষ। দেব তৃণমূল সাংসদ। রুদ্রনীল সক্রিয় বিজেপি কর্মী, রাজ্যের শাসকদলকে প্রতি মুহূর্তে কটাক্ষ করেন। এ ছবিতে তাঁরা মুখোমুখি।
পালাবাদল, সময়বদল কি তাঁদের সম্পর্কে কোনও আঁচ ফেলেছে? আনন্দবাজার ডট কম জানালেন রুদ্রনীল।
দলীয় মতাদর্শ যাই হোক না কেন সিনেমার ক্ষেত্রটা এখনও সম্পূর্ণ আলাদা রুদ্রনীলের কাছে। বিভিন্নতা থাকলেই যে সে শত্রু, মানতে নারাজ তিনি। অভিনেতার কথায়, ‘‘শিল্পের প্রয়োজনে মতের বিভিন্নতা নিয়ে লড়াই করার দরকার নেই। সেখানে শিল্পই প্রধান। সে ক্ষেত্রে আমরা একে অপরকে খুবই শ্রদ্ধা করি।’’
অতীতে রুদ্রনীল নাম না করেই তৃণমূলের অনেক তারকা সাংসদ বিধায়ককে কটাক্ষ করছেন। কিন্তু বরাবরই যেন ছাড় দিয়েছেন দেবকে। তাই ছবির গান প্রকাশ অনুষ্ঠানে এসে দেবের প্রশংসা পঞ্চমুখ রুদ্রনীল বলেন, ‘‘আমার আর দেবের মধ্যে কোনও ভণিতা নেই। ও প্রাণখোলা মানুষ। অকাতরে আমার প্রশংসা করে যাচ্ছে। কারণ ও মানুষটাই এমন। ওর একাগ্রতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’’ যতই বাইরে গালমন্দ চলুক আসলে সিনেমার জন্য ভিন্ন মতকেই সাদরে গ্রহণ করতে রাজি রুদ্রনীল।