রুদ্রনীল এ বার গোয়েন্দা

গোয়েন্দা সিরিজের ঢল নেমেছে বাংলা সিনেমায়! এ বারের তদন্তকারীর নাম ‘K’! অভিনয়ে রুদ্রনীল ঘোষ। ‘সিক্রেট আই’, গোয়েন্দাপ্রবরের ডিটেকটিভ সংস্থা। হঠাৎ একদিন সেখানে আবির্ভাব নীলাঞ্জনার (দেবস্মিতা বসু)।

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০০:৩০
Share:

ছবিতে রুদ্রনীল

গোয়েন্দা সিরিজের ঢল নেমেছে বাংলা সিনেমায়! এ বারের তদন্তকারীর নাম ‘K’! অভিনয়ে রুদ্রনীল ঘোষ। ‘সিক্রেট আই’, গোয়েন্দাপ্রবরের ডিটেকটিভ সংস্থা। হঠাৎ একদিন সেখানে আবির্ভাব নীলাঞ্জনার (দেবস্মিতা বসু)। ছোট শহরের মেয়ে। কলকাতায় এসেছে বহুকাল আগে হারিয়ে যাওয়া তার বাবা অনিকেতবাবুকে খুঁজতে। এ সময়ই পশ্চিমবঙ্গের নানা প্রান্তে রহস্যজনক খুনের ঘটনা ঘটতে থাকে। K লক্ষ করে, বাতাসে উড়ছে বিশেষ একটি মন্ত্র। সেই মন্ত্র যারা নিয়মিত পাঠ করছে, তারাই হয় মানুষ খুন করছে, নয় নিজেদেরই শেষ করে দিচ্ছে। তদন্তে নেমে K নিজেই একের পর এক ষড়যন্ত্রের শিকার হতে থাকে। পারবে কি সে এই রহস্যভেদ করতে? খুঁজে পাবে কি অনিকেতকে? এ সব নিয়ে তদন্ত কাহিনি ‘K: সিক্রেট আই’। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রজতাভ দত্ত। পরিচালনায় অভিরূপ ঘোষ। ছবির মুক্তি ২৬ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement