Dev

ভিন্ন মেজাজে আত্মপ্রকাশ করতে চলেছেন রুক্মিণী

করোনা-কালেও মানুষ হলে গিয়ে ‘সুইজারল্যান্ড’ দেখেছেন। আবীর আর রুক্মিণীর জুটি জিতে নিয়েছিল দর্শকদের মন। তবে এ বার, নতুন বছরে একেবারে ভিন্ন মেজাজে রুক্মিণী মৈত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ২১:৪৪
Share:

রুক্মিণী মৈত্র।

পুরনো বছর তাঁকে ‘সুইজারল্যান্ড’-এর সাফল্য এনে দিয়েছিল। করোনা-কালেও মানুষ হলে গিয়ে ‘সুইজারল্যান্ড’ দেখেছেন। আবীর আর রুক্মিণীর জুটি জিতে নিয়েছিল দর্শকদের মন। তবে এ বার, নতুন বছরে একেবারে ভিন্ন মেজাজে আত্মপ্রকাশ করলেন রুক্মিণী মৈত্র। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেন সম্প্রতি। আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘‘টোনিদার সঙ্গে কাজ করা একটা ভিন্ন অভিজ্ঞতা। বিজ্ঞাপনের কাজ করেছি, কলকাতাতেই শ্যুট হয়েছে। খুব শিগগিরই দেখতে পাওয়া যাবে।’’

Advertisement

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

আরও পড়ুন : কালো ব্রা-লেটে আলিয়া, তাঁর কোমর ধরে কাছে টানলেন রণবীর

Advertisement

এর আগে দেব-রুক্মিণী একসঙ্গে একটি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। তবে এই বিজ্ঞাপনে রুক্মিণী একাই।

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

আরও পড়ুন : মাইনাস ৩৩ ডিগ্রিতে লাদাখে কী করছেন অমিতাভ বচ্চন!

দিন কয়েক আগেই দেবের ‘গোলন্দাজ’-এর শ্যুটিংয়ে গিয়ে চমকে দিয়েছিলেন রুক্মিণী। বড়দিনে যখন শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব, তখন দেবের জন্মদিনে চমক আনতে, রুক্মিণী পৌঁছে গিয়েছিলেন দশঘরায় শ্যুটিংয়ের সেটে। একসঙ্গে কেক কেটেছিলেন দু’জনে। জন্মদিনে দেবের জন্য উইশ করে লিখেছিলেন, বছরগুলো বয়সে যত খুশি জুড়তে পারে। তবে গোঁফটা কিন্তু, বাদ দিতেই হবে এবার।

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন