আবার প্রেমে সোনাক্ষী

সলমনের জন্মদিনের পার্টিতে তাঁর পানভেল ফার্মহাউজ়ে ঘনিষ্ঠ ভাবে সময় কাটাতে দেখা গিয়েছে জ়াহির-সোনাক্ষীকে।

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

জাহিরের সঙ্গে সোনাক্ষী

তারকাদের বিয়ের মরসুম শেষ হতে না হতেই সামনে এল আরও এক সেলেব জুটি। শোনা যাচ্ছে, সোনাক্ষী সিংহ প্রেম করছেন জ়াহির ইকবালের সঙ্গে। কিন্তু প্রশ্ন হল এই জ়াহির ইকবাল কে? ভবিষ্যতের নায়ক বলা যেতে পারে। কারণ খুব শিগগিরই তাঁকে লঞ্চ করতে চলেছেন সলমন খান। ‘নোটবুক’ ছবিতে তাঁকে দেখা যাবে মণীশ বহেলের মেয়ে প্রানূতনের বিপরীতে।

Advertisement

সলমনের জন্মদিনের পার্টিতে তাঁর পানভেল ফার্মহাউজ়ে ঘনিষ্ঠ ভাবে সময় কাটাতে দেখা গিয়েছে জ়াহির-সোনাক্ষীকে। জ়াহিরের আগে বান্টি সজদেওর সঙ্গেও বেশ কয়েক দিন সম্পর্কে আবদ্ধ ছিলেন সোনাক্ষী। শোনা গিয়েছিল, তাঁদের নাকি এনগেজমেন্টও সারা হয়ে গিয়েছে। কিন্তু পরে সে সম্পর্ক ভাঙে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement