Rupali VS Esha

সৎমায়ের সন্তান, আমার বাবার না! এষার অভিযোগ খণ্ডাতেই কি আদালতে অভিনেত্রী রূপালি?

মা-মেয়ের মধ্যে বিরোধ চরমে! সেই বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। আবারও মুখোমুখি তাঁরা। এ বার কী ঘটল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৩:০৬
Share:

আদালতে এষা বর্মা আর রূপালি গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শুধু রূপালি গঙ্গোপাধ্যায়কে কালিমালিপ্ত করেননি তাঁর সৎমেয়ে এষা বর্মা। অভিনেত্রীর পুত্রের জন্ম নিয়েও তুলেছেন প্রশ্ন! যা মা হিসাবে মেনে নিতে পারেননি রূপালি। সৎমেয়ের বিরুদ্ধে তাই হাই কোর্টে মানহানি মামলা দায়ের করেন তিনি। সম্প্রতি, তারই হাজিরা দিতে আন্ধেরির একটি আদালতে হাজির অভিনেত্রী। তাঁর তরফ থেকে আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, উচ্চ আদালতের পাশাপাশি আন্ধেরি আদালতে আরও একটি ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন রূপালি। এ দিন ছিল তাঁর হাজিরা দেওয়ার দিন।

Advertisement

কোনও দিনই রূপালি এবং তাঁর সৎমেয়ে এষার সদ্‌ভাব ছিল না। তা বলে এ ভাবে কখনও প্রকাশ্যে বিষোদ্গারও করেননি এষা! বরং কখনও সপরিবার কখনও রূপালির সঙ্গে কফি শপে দেখা গিয়েছে তাঁকে। সেই এষার অভিযোগ, রূপালি তাঁর মায়ের সমস্ত শাড়ি, গয়না, টাকা-পয়সা নিয়ে নিয়েছেন। রূপালির পুত্র সম্পর্কে এষার দাবি, “সৎমায়ের সন্তান, আমার বাবার নয়!”

আচমকা এই ধরনের কথা ছড়িয়ে পড়তেই নড়ে বসে বলিউড। হতবাক অভিনেত্রীর অনুরাগীরাও। রূপালি কয়েক বছর ধরে বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র জনপ্রিয় হিন্দি সংস্করণ ‘অনুপমা’র মুখ। তাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ দায়ের করায় স্বাভাবিক ভাবেই তাঁর ভাবমূর্তিতে কালির দাগ পড়েছে।

Advertisement

প্রাথমিক বিস্ময় কাটিয়ে এর পরেই রূপালি সৎমেয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন বলে খবর। উচ্চ আদালত এবং আন্ধেরির আদালতে যথাক্রমে দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের করেন। যদিও মামলা দায়েরের পর থেকে মুখে কুলুপ এঁটেছেন এষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement