Amit Jani Gets Death Threats

অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাগাতার ফোন বলিউড প্রযোজককে! কী কারণে খুনের হুমকি পাচ্ছে অমিত জানি?

অপরাধ দুনিয়ার অন্ধকার ছায়া কি ক্রমশ লম্বা হচ্ছে বলিউডে? কোনও বিষয় পছন্দ না হলেই অভিনেতা, পরিচালক বা প্রযোজককে খুনের হুমকি দেওয়া হচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১১:৫২
Share:

‘উদয়পুর ফাইলস’-এর কারণে অমিত জানিকে খুনের হুমকি? ছবি: সংগৃহীত।

‘উদয়পুর ফাইলস’ বানিয়ে লাগাতার খুনের হুমকি পাচ্ছেন প্রযোজক অমিত জানি। শনিবার নিজেই জানিয়েছেন প্রযোজক। অভিযোগ, শুক্রবার ছবিমুক্তির পর থেকেই রাতের ঘুম উড়েছে তাঁর। এক অচেনা নম্বর থেকে লাগাতার ফোন করা হচ্ছে তাঁকে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছে!

Advertisement

কেন প্রযোজকের সঙ্গে ঘটছে এ রকম ঘটনা? অপরাধ দুনিয়ার অন্ধকার ছায়া কি ক্রমশ গ্রাস করে নিচ্ছে বলিউডকে? কোনও কিছু পছন্দ না হলেই অভিনেতা, পরিচালক বা প্রযোজককে খুনের হুমকি দেওয়া হচ্ছে!

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। উদয়পুরের কানহাইয়া লাল সাহু নামে এক দর্জি ২০২২-এর ২৮ জুন অজ্ঞাত কারণে নিশৃংস ভাবে খুন হয়েছিলেন। সেই সময় এই ঘটনা রাজস্থানে ঝড় তুলেছিল। খবর, তাঁকে নিয়েই তৈরি অমিতের ‘উদয়পুর ফাইলস’। বলিউডের অনুমান, সম্ভবত ছবি বন্ধ করতেই প্রযোজককে লাগাতার হুমকি ফোন করা হচ্ছে। প্রসঙ্গত, ছবির নাম এবং বিষয় আনুষ্ঠানিক ভাবে জানানোর পর থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয়েছে অমিতকে। ছবি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল। যদিও কেন্দ্রীয় সরকার ৬ অগস্ট ছবিমুক্তির অনুমতি দিলে নির্মাতারা ৮ আগস্ট ‘উদয়পুর ফাইলস’ মুক্তির সিদ্ধান্ত নেন।

Advertisement

এ দিকে ক্রমাগত হুমকি ফোন পেতে পেতে সামান্য হলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ছবির প্রযোজক। তিনি সমাজমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়েছেন। লিখেছেন, “বিহারের বাসিন্দা মোহম্মদ তবরেজ নামের এক ব্যক্তি আমায় লাগাতার ফোনে হুমকি দিচ্ছেন। কখনও গালিগালাজের বন্যা বইয়ে দিচ্ছেন। কখনও হুমকি দিচ্ছেন, গুলি করে আমায় খুন করা হবে!”

অমিত নয়ডা পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাঁর দাবি, “তবরেজ বলেছে, বোমা মেরে গাড়ি-সহ আমাকে উড়িয়ে দেওয়া হবে। কারণ, ছবিতে আমি নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছি। অভিযুক্ত আমাকে জীবন্ত কবর দেওয়ার হুমকিও দিয়েছে।” এখানেই শেষ নয়, হুমকি ফোনে প্রযোজক অমিতকে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিযুক্ত! তাঁর দাবি, অমিতের ক্ষমতা থাকলে স্বরাষ্ট্র মন্ত্রককেও বিষয়টি জানাতে পারেন। ইতিমধ্যেই প্রযোজককে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে বলে খবর।

নয়ডা প্রশাসনের কাছে অমিতের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে যেন অবিলম্বে পদক্ষেপ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement