Entertainment News

বক্স অফিসেও ছয় মারছে ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’

গোটা দেশের ২,৪৫০টি সিনেমা হলে হিন্দি, মরাঠি, তামিল, তেলুগু ও ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ডকু ড্রামা হিসেবে ছবিটির প্রথম দিনের ব্যবসা বেশ আকর্ষণীয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১২:৪২
Share:

‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর একটি দৃশ্য।

মাঠে তিনি চার, ছয় মারতেন অনায়াস দক্ষতায়। বক্স অফিসেও সেই একই ধারা বজায় থাকল। তিনি সচিন তেন্ডুলকর। সদ্য মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’ প্রথম দিনেই ঘরে তুলল আট কোটি টাকার কিছু বেশি।

Advertisement

আরও পড়ুন, মুক্তির আগে ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর রিভিউ দিলেন অমিতাভ

গোটা দেশের ২,৪৫০টি সিনেমা হলে হিন্দি, মরাঠি, তামিল, তেলুগু ও ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ডকু ড্রামা হিসেবে ছবিটির প্রথম দিনের ব্যবসা বেশ আকর্ষণীয়।

Advertisement

জেমস এর্সকাইন পরিচালিত ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’ প্রযোজনা করেছেন রবি ভাগচন্দানি। ক্রিকেট মাঠে সচিনের অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ধরা পড়েছে ছবিটিতে। সচিন টুইট করেছেন, ‘…আমরা আমাদের ১০০ শতাংশ দিয়ে ছবিটি করেছি। আপনাদের পছন্দ হচ্ছে জেনে ভাল লাগছে।’

আরও পড়ুন, বাবা-মায়ের রোমান্সটাই সবচেয়ে ভাল, বললেন সচিন-কন্যা সারা

ছবিটি দেখে অমিতাভ বচ্চন বলেন ‘‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি সচিনকে বলছিলাম ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। সচিনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয় সচিন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’’ ' ₹ [ ] (_)

ছবিটি দেখে অমিতাভ বচ্চন বলেন ‘‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি সচিনকে বলছিলাম ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। সচিনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয় সচিন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’’ (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement