Anil Ambani

ইডির চার্জশিটে অনিল অম্বানীর সংস্থা! ‘ভুয়ো’ ব্যাঙ্ক গ্যারান্টি মামলার তদন্তে কোটি কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত

শুক্রবার দিল্লির পটিয়লা হাউস কোর্টে চার্জশিট জমা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। টাকা তছরুপ (পিএমএলএ) আইনে সেই চার্জশিট জমা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৯
Share:

অনিল অম্বানী। — ফাইল চিত্র।

অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে টাকা তছরুপের মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সে কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম রয়েছে আরও ১০ ব্যক্তি এবং সংস্থার। অভিযোগ, একটি বরাত পাওয়ার জন্য ‘ভুয়ো’ ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে অনিলের সংস্থা।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে রিলায়্যান্স পাওয়ারের সিএফও (চিফ ফিনানশিয়াল অফিসার) অশোক কুমার পাল, রিলায়্যান্স এনইউ বেস লিমিটেড, রোসা পাওয়ার সাপ্লাই লিমিটেড (রিল্যায়ান্স পাওয়ারের সহায়ক সংস্থা), ওড়িশার ‘ভুয়ো’ সংস্থা, আর্থিক উপদেষ্টা অমরনাথ দত্ত-সহ বেশ কয়েক জনের।

শুক্রবার দিল্লির পটিয়লা হাউস কোর্টে চার্জশিট জমা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। টাকা তছরুপ (পিএমএলএ) আইনে সেই চার্জশিট জমা হয়েছে। অভিযোগ, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি বরাত পেতে রিলায়্যান্স এনইউ বেস লিমিটেডের সহায়ক সংস্থা রিল্যায়ান্স পাওয়ার ৬৮.২ কোটি টাকার ‘ভুয়ো’ গ্যারান্টি দাখিল করে। ওই গ্যারান্টি ভুয়ো জেনেও এই কাজ করেছে অনিলের সংস্থার কর্তারা, এমনটাই অভিযোগ। এই মালার তদন্তে নেমে ৫.১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি জানিয়েছে চার্জশিটে।

Advertisement

এছাড়াও ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিলের সংস্থা রিলায়্যান্স গ্রুপ ইয়েস ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সময় নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছে। ওই মামলার তদন্ত করতে গিয়ে ইডি দেখছে, ঋণ মঞ্জুর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কয়েক জন বড় অঙ্কের টাকা পেয়েছিলেন। এই মামলায় ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ’-এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। সম্প্রতি ওই তদন্তের সূত্রে অনিলের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement