Entertainment News

‘আপনার অভিভাবকত্বকে এখনও মিস করি,’ সচিনকে টুইট শাহরুখের

একেই বলে, ‘এক্সপার্টস কমেন্টস’। কিঙ্গ খানের আবেগপ্রবণ টুইটের দার্শনিক ঢঙে উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার।কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সচিন তেন্ডুলকরের বায়োপিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ২১:৪৭
Share:

একেই বলে, ‘এক্সপার্টস কমেন্টস’। কিঙ্গ খানের আবেগপ্রবণ টুইটের দার্শনিক ঢঙে উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার।

Advertisement

কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সচিন তেন্ডুলকরের বায়োপিক। ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’। আর সেই ডকুমেন্টারির অপেক্ষায় এই মুহূর্তে দিন গুনছেন দেশের অগণিত সচিনভক্ত। সম্প্রতি এই ছবি নিয়ে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছিলেন রজনীকান্ত। লিখেছিলেন, ‘‘আমার শুভেচ্ছা রইল ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর জন্য। গড ব্লেস।’’

রজনীর এই টুইটের উত্তরে সচিন লেখেন, ‘‘থ্যাঙ্ক ইউ থালাইভা। আশা করি আপনি এই ছবি তামিলেও এনজয় করতে পারবেন।’’

Advertisement

শাহরুখের সেই টুইট

রজনীর পর এ বার আবেগে ভাসলেন বলিউডের বাদশাও। এ দিন টুইট করে শাহরুখ লেখেন, ‘‘বিশ্বাস করি, যখন আপনি ভাল করেন তখন আমিও ভাল করি। যখন আপনি ভাল করেন না, তখন আমিও হেরে যাই। আপনার লক্ষ লক্ষ ভক্তের মতো আমিও আপনার অভিভাবকত্ব মিস করি। নতুন ছবির জন্য শুভেচ্ছা।’’

আরও পড়ুন: ‘ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ছি’, বলে মাথা কামিয়ে ফেললেন সোনু!

শাহরুখের টুইটের জবাবে সচিনের উত্তর

শাহরুখের এই টুইটের উত্তরে সচিন লেখেন, ‘‘জীবনে না হারলে কেউ জেতে না। কেউ কিছু শেখেও না। তোমার কথায় আমি অভিভূত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement