Entertainment News

সারার পাশে থাকছেন না সইফ...!

সারা কী এমন কাজ করলেন, যাতে মেয়ের পাশে থাকছেন না সইফ? বাবার কোনও অপছন্দের কাজ কি করে ফেললেন মেয়ে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ১৯:০২
Share:

সারা এবং সইফ।

সারা আলি খান এখনও পর্যন্ত প্রায় সব কাজেই বাবা সইফ আলি খানকে পাশে পেয়েছেন। কিন্তু সে নিয়মের ব্যতিক্রম হতে চলেছে এ বার। সইফকে আর পাশে পাচ্ছেন না তিনি।

Advertisement

কিন্তু সারা কী এমন কাজ করলেন, যাতে মেয়ের পাশে থাকছেন না সইফ? বাবার কোনও অপছন্দের কাজ কি করে ফেললেন মেয়ে?

না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ সারা সত্যিই সইফকে পাশে পাচ্ছেন না, তবে তা তাঁর আসন্ন ছবির জন্য।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

কার্তিক আরিয়ান এবং সারা আলি খানকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। সে ছবির ঘোষণা আগেই করেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে অভিনয় করবেন সইফও। কিন্তু নিজেকে ওই প্রজেক্ট থেকে নাকি সরিয়ে নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন, সাংবাদিকদের সম্পর্কে কী ধারণা পার্নোর?

২০০৯-এ ইমতিয়াজ তৈরি করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লভ আজ কাল’। তারই সিক্যুয়েলের জন্য সম্ভবত সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাবার চরিত্রটি সইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ছবিতে সইফ সই করেননি বলে খবর।

আরও পড়ুন, ঋষি কি ক্যানসারে আক্রান্ত? কেমন আছেন? রণবীর বললেন…

এ প্রসঙ্গে সইফ সাংবাদিকদের বলেন, ‘‘যে কোনও চরিত্র যদি আকর্ষণীয় হয়, আর সময় পাই তা হলে করতে রাজি আমি। ইমতিয়াজ লভ আজ কালের সিক্যুয়েলে একটা চরিত্র অফার করেছিল। কিন্তু কাজটা করছি না। তবে ছবিটা নিয়ে আমি খুব উত্তেজিত। সারা ইমতিয়াজের সঙ্গে কাজ করছে। কার্তিক আছে। নতুনদের অনেক শুভেচ্ছা।’’

আরও পড়ুন, শাহরুখের সম্পর্কে কোন গোপন তথ্য শেয়ার করলেন গৌরী?

একসঙ্গে তিন-চারটি ছবির কাজ করছেন সইফ। সময়ের অভাবেই ইমতিয়াজের অফার অভিনেতা নিতে পারলেন না বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন