Advertisement
E-Paper

ঋষি কি ক্যানসারে আক্রান্ত? কেমন আছেন? রণবীর বললেন…

সম্প্রতি ‘সঞ্জু’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১৭:৪৮
বাবা এবং ছেলে।

বাবা এবং ছেলে।

ঋষি কপূর কি ক্যানসারে আক্রান্ত? দীর্ঘ কয়েক মাস ধরে মার্কিন মুলুকে চিকিত্সা চলছে অভিনেতার। অসুস্থতা এতটাই যে গত বছর মায়ের মৃত্যুতেও মুম্বইয়ে ফিরতে পারেননি তিনি। সে কারণেই ঋষির স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। যদিও এ সবই গসিপ বলে উড়িয়ে দিয়েছেন ঋষির ভাই রণধীর কপূর। তবে এ বার বাবার স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন স্বয়ং রণবীর কপূর

সম্প্রতি ‘সঞ্জু’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমাকে বাবাকে উত্সর্গ করতে চাই। জীবনের কঠিন সময় কাটাচ্ছেন বাবা। যখনই বাবার সঙ্গে কথা হয়, শুধু সিনেমা নিয়েই আলোচনা হয়। কোন সিনেমা কেমন চলছে জানতে চান। কেমন পারফর্ম করলাম, কোনও নির্দিষ্টি সিন কী ভাবে করলাম… সব জানতে চান।’’

রণবীর জানিয়েছেন, চিকিত্সকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন ঋষি। কিন্তু ফের অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে প্রবল। দীর্ঘ বিরতির পর ফের কাজ পাবেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন অভিনেতা। ‘‘বাবা জানতে চান, চিকিত্সার পর ফিরলে আবার সিনেমা করতে পারবেন? তখনও পরিচালক বা প্রযোজকরা সিনেমা অফার করবেন তো?’’ শেয়ার করেছেন রণবীর।

দেখুন, বিনোদনের নানা কুইজ

বছরের গোড়ায় নীতু কপূর সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘কর্কট থাকুক শুধুমাত্র রাশিচক্রে’। তার পর থেকেই ঋষির ক্যানসারের সম্ভাবনা নিয়ে আরও জল্পনা ছড়ায়। যদিও কপূর পরিবারের তরফে এ খবরের সত্যতা এখনও পর্যন্ত স্বীকার করা হয়নি।

আরও পড়ুন, জামাই হিসেবে রণবীর কেমন? মুখ খুললেন আলিয়ার মা সোনি

Kapoor Saab’s hair all buzzzzed !!! Josh is great !!! Love this look 💕🤗

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Ranbir Kapoor Rishi Kapoor Bollywood Celebrities ঋষি কপূর রণবীর কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy