বলিউডের ‘খিলাড়ি’ তিনি। তাঁর প্রাক্তন প্রেমিকাদের দীর্ঘ তালিকা দেখলে ব্যক্তিগত জীবনেরও আন্দাজ পাওয়া যায়। নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয় কুমার। কখনও সেই সম্পর্ক গড়িয়েছে বাগ্দান পর্যন্তও। শেষে অবশ্য রাজেশ খন্নার মেয়ে টুইঙ্কল খন্নার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তবে তাঁর ও শিল্পা শেট্টীর প্রেম ছিল অন্যতম চর্চিত সম্পর্ক। বিয়ে ঠিক হয়েও বাধ সাধেন শিল্পার বাবা-মা!
অক্ষয় এবং শিল্পার প্রেম নিয়ে একদা গুঞ্জন কম হয়নি। তাঁদের বিয়ে হবে বলে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু, পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত রাখেন অক্ষয়ের সামনে। যদিও শর্তগুলো ঠিক কী কী, সেই নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি শিল্পা বা অক্ষয়ের কেউই। কিন্তু, সুনীলের ধারণা শিল্পার পরিবার মেয়ের আর্থিক নিরাপত্তার দিকটা দেখে নিতে চেয়েছিলেন। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত। কারও মতে, শিল্পা জানতে পেরে গিয়েছিলেন যে তাঁর পাশাপাশি টুইঙ্কল খন্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তার পরেই অক্ষয়ের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন তিনি।
আরও পড়ুন:
বর্তমানে টুইঙ্কলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। বলিউডে তাঁদের জুটি অন্যতম চর্চিত। অন্য দিকে, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা। তাঁদের নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও চিড় ধরেনি স্বামী-স্ত্রীর সম্পর্কে।