Entertainment News

করিনা আমায় চুমু খাওয়া বন্ধ করে দিয়েছে, আক্ষেপ সইফের

হঠাত্ কী এমন হল যে, এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন সইফ? তা হলে কি করিনার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়েছে তাঁর?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১২:৩৪
Share:

সইফ এবং করিনা।

সদ্য লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সইফ আলি খান। সঙ্গে ছিলেন করিনা কপূর এবং ছোট্ট তৈমুর। তার পরই সাংবাদিকদের সামনে এক ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন সইফ। তাঁর দাবি, করিনা নাকি তাঁকে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছেন! শুধু করিনাই নন, এই তালিকায় রয়েছে তৈমুরও।

Advertisement

হঠাত্ কী এমন হল যে, এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন সইফ? তা হলে কি করিনার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়েছে তাঁর?

না! এর মধ্যে গসিপের কোনও উপকরণ নেই। করিনা এবং তৈমুরের চুমু না খাওয়ার কারণও প্রকাশ্যে বলেছেন সইফ।

Advertisement

আরও পড়ুন, উত্তমের প্রিয় নারী কে? জানালেন তাঁর নাতজামাই ভাস্বর

সইফের কথায়, ‘‘আমি নভদীপের পরের ছবিতে এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছি। ফলে দাড়ি, গোঁফ বড় রাখছি। করিনা বলেছে ও এটা পছন্দ করে। কিন্তু নিজেও আমাকে চুমু খাচ্ছে না। আর তৈমুরকেও চুমু খেতে দিচ্ছে না।’’ হাসতে হাসতে সইফ জানিয়েছেন, তৈমুর হাতে চুমু খাচ্ছে। কিন্তু গালে চুমু খেতে বললেই নাকি এড়িয়ে গিয়ে সইফের কপালে চুমু খাচ্ছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement