১৩ বছর আগে কোন ঝামেলায় জড়ান সইফ? ছবি: সংগৃহীত।
সইফ আলি খানের জীবনে ঝামেলা যেন শেষই হচ্ছে না। মাস কয়েক আগেই সইফের বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। এ বার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে আছে সইফের। যদিও সেই ঝামেলায় একা সইফ ছিলেন না, সঙ্গী ছিলেন করিশ্মা কপূর, মালাইকা আরোরা এবং অমৃতা অরোরা। ঠিক কী ঘটেছিল সে দিন হোটেলে?
বন্ধুদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা। নিজেদের মধ্যে গল্প-গুজবে মশগুল ছিলেন তাঁরা। তাঁদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সইফ তাঁকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুষি মেরে দেন। তার পর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রবাসী ওই ব্যবসায়ী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও সইফ এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা মহিলাদের অসম্মান করেছিলেন। পরে সইফ নাকি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কথা শুনতে নারাজ তিনি। শৌচালয়ে ঢুকে পাল্টা সইফকে মারধর করা শুরু করেন। সে দিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে।