আলির পরিচালনায় ডিজিটালে সেফ

‘সেক্রেড গেমস’-এর প্রথম সিজ়ন জনপ্রিয় হলেও দ্বিতীয় সিজ়ন সেই উচ্চতায় পৌঁছতে পারেনি।

Advertisement
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০০:২২
Share:

ডিজিটালে নিজের জমি শক্ত করছেন সেফ আলি খান। ‘সেক্রেড গেমস’-এর পরে আরও এক বার ওয়েব প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছেন সেফ। আলি আব্বাস জ়াফরের পরিচালনায় ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। অভিনেতার কথায়, ‘‘ভারতীয় রাজনীতির নানা রং দেখা যাবে সিরিজ়টিতে। দলিত নিগ্রহ, উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে রাজনীতিকদের যোগসাজশের মতো বাস্তব ঘটনা তুলে ধরা হবে কাহিনিতে।’’ শোনা যাচ্ছে, এক তরুণ নেতার চরিত্রে অভিনয় করবেন সেফ, যার লক্ষ্য দেশের প্রধানমন্ত্রী হওয়া।

Advertisement

‘সেক্রেড গেমস’-এর প্রথম সিজ়ন জনপ্রিয় হলেও দ্বিতীয় সিজ়ন সেই উচ্চতায় পৌঁছতে পারেনি। দর্শকের এই প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত সেফ। তাঁর সহাস্য মন্তব্য, ‘‘আমারও সেকেন্ড সিজ়ন আগেরটার মতো ভাল লাগেনি।’’ তার কারণ হিসেবে অভিনেতা বলেছেন, ‘‘কুক্কু ও গণেশ গাইতোন্ডের প্রেম, কুক্কুর যৌনতা প্রদর্শনের ভঙ্গি সিরিজ়ে আলাদা মাত্রা যোগ করেছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement