Entertainment News

হার্ভি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, অকপট সালমা

সালমা জানিয়েছেন, বিভিন্ন লোকেশনে নানা হোটেলে তাঁর ঘরের দরজা খুলে দেওয়ার জন্য জোর করতেন হার্ভি। তাঁর সঙ্গে স্নান করার জন্য জোর করতেন। জোর করতেন ওরাল সেক্সের জন্যও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:২৬
Share:

হার্ভি ওয়াইনস্টেইন এবং সালমা হায়েক।

হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতন নিয়ে আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী সালমা হায়েক। এ বার জানালেন হার্ভি নাকি তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন!

Advertisement

সালমা জানিয়েছেন, বিভিন্ন লোকেশনে নানা হোটেলে তাঁর ঘরের দরজা খুলে দেওয়ার জন্য জোর করতেন হার্ভি। তাঁর সঙ্গে স্নান করার জন্য জোর করতেন। জোর করতেন ওরাল সেক্সের জন্যও। আর এ সব কিছুতেই ‘না’ বলেছিলেন সালমা। এত বার প্রত্যাখ্যাত হয়ে এক সময় হার্ভি নাকি সালমাকে বলেছিলেন, ‘আমি তোমাকে মেরে ফেলব, তুমি ভেবো না, এটা আমি করতে পারব না।’

সালমার অভিযোগ, ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্রিডা’য় হার্ভি এক মহিলার সঙ্গে অনস্ক্রিন যৌন দৃশ্যে তাঁকে অভিনয় করতে বাধ্য করেন। কথা না শুনলে হার্ভি ওই ছবির প্রযোজনা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। সালমার কথায়, ‘‘আমার কেরিয়ারে ওই প্রথম এবং শেষ বার নার্ভাস ব্রেকডাউন হয়ে পড়েছিলাম।’’

Advertisement

আরও পড়ুন, কার হুমকিতে যৌন দৃশ্যে অভিনয় করতে বাধ্য হন সালমা?

হার্ভির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বেভারলি হিলস এবং লন্ডন পুলিশ। এই পরিস্থিতিতে সালমার মত, ‘‘যত দিন না আমাদের ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষের মধ্যে সমতা আসবে, তত দিন এই ধরনের সমস্যা চলবেই।’’

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement