আমিরকে হারিয়ে দিলেন সলমন!

নিন্দুকদের মুখে তালা পড়িয়ে র‌্যাঞ্চোকে ছাপিয়ে গেল প্রেম! দু’শো কোটির ক্লাবে ঢুকে সল্লু মিঞার ফ্যামিলি ড্রামা ‘প্রেম রতন ধন পাও’-এর পিছনে ফেলল আমিরের ‘থ্রি ইডিয়টস’-কে। প্রেম রতনের এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ২০৩.৫৩ কোটি টাকা। আমিরের ‘থ্রি ইডিয়েটস’-এর ভারতে মোট কালেকশন ছিল ২০২ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ১৫:১৯
Share:

নিন্দুকদের মুখে তালা পড়িয়ে র‌্যাঞ্চোকে ছাপিয়ে গেল প্রেম! দু’শো কোটির ক্লাবে ঢুকে সল্লু মিঞার ফ্যামিলি ড্রামা ‘প্রেম রতন ধন পাও’-এর পিছনে ফেলল আমিরের ‘থ্রি ইডিয়টস’-কে। প্রেম রতনের এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ২০৩.৫৩ কোটি টাকা। আমিরের ‘থ্রি ইডিয়েটস’-এর ভারতে মোট কালেকশন ছিল ২০২ কোটি টাকা।

Advertisement

পড়ুন: ২০০ কোটির ক্লাবে ‘প্রেম রতন ধন পায়ো’

পিআরডিপি সলমনের কাছে অনেকটা রি-ইউনিয়নের মতো। ‘ম্যায়নে প্যার কিয়া’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’-এর পরিচালক সূর্য বরজাতিয়ার সঙ্গে ১৬ বছর পর জুটি বেঁধে ছিলেন তিনি। দিওয়ালি উত্সবের মাঝে বলিউডের ভাইজানের ডবল রোল যে ফ্যানেদের ভালই মন কেড়েছে, তা বলাই বাহুল্য। ফিল্ম বোদ্ধারা বলেছিলেন টাইম মেশিনে চেপে এই সিনেমা আশির দশকের ঘ্যানঘ্যানে পারিবারিক কোন্দলের জগতে দর্শকদের ফিরিয়ে দিয়েছে। কেউ আবার বলেছিলেন পিআরডিপি উত্তম-সৌমিত্রের ‘কাল্ট’ সিনেমা ‘ঝিন্দের বন্দী’-র ব্যর্থ অনুকরণ মাত্র। কিন্তু তিনি তো সলমন। সমালোচকদের কথায় কোনও দিনও বিশেষ কান দেননি। একই বছরে ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘পিআরডিপি’ ধুঁয়াধার সাফল্য প্রমাণ করল, যে যাই বলুক, এই বছরটা আসলে তাঁরই।

Advertisement

পড়ুন: ঝিন্দেই ‘বন্দি’ প্রেম রতন ধন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন