Salman Khan

পরপর ছবি...

চলতি মাসেই সলমন শুটিং শুরু করতে চলেছেন এই নতুন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে পুলিশ অফিসার সলমনের প্রতিপক্ষ গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁরই ভগিনীপতি আয়ুষ শর্মাকে।

Advertisement
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০০:০৩
Share:

সলমন খান

লকডাউনে নিজের পানভেলের ফার্মহাউসে অনেকটা সময় কাটানোর পরে মুম্বই ফিরেই ‘বিগ বস’-এর চলতি সিজ়ন হোস্ট করতে শুরু করেছিলেন সলমন খান। এ বার পরপর ছবির কাজ জোরকদমে শুরু করেছেন তিনি। ‘অন্তিম’ ছবিতে এক পঞ্জাবি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ন্টেড ভাই’-এর কাজ শেষ করে চলতি মাসেই সলমন শুটিং শুরু করতে চলেছেন এই নতুন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে পুলিশ অফিসার সলমনের প্রতিপক্ষ গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁরই ভগিনীপতি আয়ুষ শর্মাকে। তাঁকে সলমন ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলেন। এ বার মেন্টরের সঙ্গেই পর্দায় টক্কর দেবেন আয়ুষ। মুম্বইয়ের এক স্টুডিয়োয় গ্রামের সেট তৈরি হয়েছে, যেখানে ১৫ নভেম্বর থেকে শুটিং হবে কিছু অ্যাকশন দৃশ্যের। মরাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’-এর হিন্দি রিমেক এই গ্যাংস্টার-ড্রামা, যার কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবিতে হাত দেবেন সলমন। ‘কিক টু’ও রয়েছে তাঁর হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন