শেষমেশ বডিগার্ডের থেকে টাকা ধার নিতে হল সলমনকে!

রেস্তোরাঁয় খেতে গিয়ে শেষ পর্যন্ত কি না বডিগার্ডের কাছেই হাত পাততে হল ভাইজানকে! সল্লু মিঁয়ার এমন অবস্থা কি আগে দেখেছে কেউ? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৭:৩৮
Share:

রেস্তোরাঁয় খেতে গিয়ে শেষ পর্যন্ত কি না বডিগার্ডের কাছেই হাত পাততে হল ভাইজানকে! সল্লু মিঁয়ার এমন অবস্থা কি আগে দেখেছে কেউ? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে।

Advertisement

সম্প্রতি সলমন বান্দ্রার একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরতেই তাঁকে ঘিরে ধরে বাচ্চারা। ছবি তোলা, অটোগ্রাফ নেওয়া তো ছিলই, বাচ্চারা তাঁর কাছে বই কিনে দেওয়ার আবদার করতেও শুরু করে। কিন্তু তিনি যে সলমন খান। নগদ টাকায় কি আর তাঁর চলবে? তাঁর কাছে শুধু ক্রেডিট কার্ড ছিল। তাই বাধ্য হয়েই তিনি বডিগার্ডের থেকে নগদ টাকা ধার নেন। প্রত্যেক শিশুর হাতে নগদ ৫০০ টাকা করে তুলে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement