big boss 13

বিগ বসের বাড়ি গিয়ে বাসন মেজে বাথরুম পরিষ্কার করলেন তিতিবিরক্ত সলমন

বিগ বস-এর পুরো বাড়ি পরিষ্কার করার পরে সলমন বেরিয়ে গিয়েছেন। তারপর প্রতিযোগীরা তাঁর সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেছেন। নিজেদের ভুলের জন্য বারবার দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৫৫
Share:

সলমন খান। ফাইল চিত্র।

বিগ বস-এ এ বার সাফাইকর্মীর ভূমিকায় সলমন খান। চলতি বিগ বস-১৩ সিরিজের আগামী কোনও এক পর্বে তাঁকে দেখা যাবে এই অবতারে।

Advertisement

বিগ বস-এ এ বার তিনি প্রথমে বাসন মেজেছেন। তারপর বাথরুম পরিষ্কার করেছেন। এখানেই শেষ নয়। সহকারীদের নিয়ে সাফ করেছেন গোটা বাড়িই। তিনি যে সময় বিগ বস-এর বাড়িতে ছিলেন, সে সময়ে সব প্রতিযোগীকে একটা বেড রুমে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। সেখান থেকেই প্রতিযোগীরা সমস্বরে ‘সরি’ বলে গিয়েছেন। কিন্তু সলমন এতটাই তাঁদের উপর বিরক্ত ছিলেন যে, কাজ করা থামাননি। তিনি সাফাই অভিযান চালিয়ে গিয়েছেন।

বিগ বস-এর পুরো বাড়ি পরিষ্কার করার পরে সলমন বেরিয়ে গিয়েছেন। তারপর প্রতিযোগীরা তাঁর সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেছেন। নিজেদের ভুলের জন্য বারবার দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

Tomorrow's precap. Follow for more.Turn on notification . . . . .#biggboss13 #biggboss13updates #virima #bb10 #madhurimatuli #biggboss #bb13 #bb12 #sana #shehnazgill #sidharthshukla #devolinabhatacharya #debo #asimriaz #artisingh #arshikhan #vikasgupta #vishaladityasingh #paraschhabra #himanshikhurana #hindustanibhau #hinakhan #salmankhan #mahirasharma #mtv #rashmidesai #manveergurjar #daljitkaur

A post shared by Bigg Boss13 (@biggboss14official_) on

কিন্তু তাতে সলমনের মন গলেনি। তিনি বলেছেন, প্রতিযোগীদের কোনও লজ্জা-ই নেই। তিনি আরও বলেন, প্রতিযোগীদের নাটক আর পছন্দ করছেন না দর্শকরা।

সামনেই রয়েছে বিগ বস-এর এলিমিনেশন পর্ব। মধুরিমা তুলি, বিশাল আদিত্য সিংহ, আরহান খান, সিদ্ধার্থ শুক্ল, শেফালি বাগ্গা এবং আরতি সিংহের মধ্যে কোন প্রতিযোগী এ সপ্তাহে বাদ পড়েন, দেখার অপেক্ষায় দর্শকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন