বিয়ের আসরে সলমন খানকে নিয়ে তিনি যে একটু বেশি মাতামাতি করেছিলেন তা চোখে পড়েছিল অনেকেরই। পাশেই দাঁড়িয়ে ছিলেন বর কর্ণ সিংহ গ্রোভার। কিন্তু তাঁকে জাস্ট পাত্তা না দিয়েই ভাইজানের বুকে মাথা রেখেছিলেন বিপাশা বসু। সেই বিপাশাকেই নাকি বিয়েতে উপহার হিসেবে ১০ কোটি টাকার একটি ফ্ল্যাট দিয়েছেন সল্লু মিঞা! এই জল্পনাতেই এখন সরগরম বলি পাড়া।
যদিও পুরো বিষয়টাই গসিপ বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। তিনি টুইট করেছেন, ‘আমার পড়া সবচেয়ে বড় ভুল খবর এটা। আমি কারও কাছ থেকে এ ধরনের গিফট কেন নিতে যাব?’
কিন্তু সলমন এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। তাই বিপাশা এ তথ্য অস্বীকার করলেও বি-টাউন এই জল্পনাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ। তাঁরা আসল সত্যিটা নাকি ভাইজানের মুখ থেকেই শুনতে চান!
আরও পড়ুন
দুষ্টু মুহূর্তে ধরা পড়লেন বিপাশা-সলমন!
দুষ্টুমি কোরো না সলমন, বিয়ের রাতে বললেন বিপাশা!