মধ্যরাতে শাহরুখের বাড়ি গেলেন সলমন!

‘সুলতান’-এর কায়দায় শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সলমন। বলিউডি দুই খান একসঙ্গে এলেই সে খবর শিরোনামে জায়গা করে নেয়। আর গতকাল বলিউড বাদশাকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্য রাতে মন্নতে হাজির হয়েছিলেন ‘ভাইজান’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ১২:৫১
Share:

‘সুলতান’-এর কায়দায় শুভেচ্ছা। ছবি: টুইটারের সৌজন্যে।

‘সুলতান’-এর কায়দায় শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সলমন। বলিউডি দুই খান একসঙ্গে এলেই সে খবর শিরোনামে জায়গা করে নেয়। আর গতকাল বলিউড বাদশাকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্য রাতে মন্নতে হাজির হয়েছিলেন ‘ভাইজান’। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন শাহরুখ নিজেই।

Advertisement

প্রথম ছবিতে দু’জনের পজিশন কুস্তিগীরের মতো। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আমার জন্মদিনে ভাই আমাকে সুলতানের কিছু মুভস শেখাচ্ছে।’ দ্বিতীয় ছবিতে নিজেদের ফিল্মি কেরিয়ারের ঠাণ্ডা লড়াইকে দূরে সরিয়ে রেখে একে অপরের দিকে হাসি মুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরছেন।

এই ছবি টুইটারে শেয়ার করেছেন শাহরুখ খান।

Advertisement

কিং খান জন্মদিনে সলমনের শুভেচ্ছার মজার জবাব দিয়েছেন। তাঁর কথায়, আমি সলমনকে খুব ভালোবাসি। ও এমন এক তারকা, যাঁর প্রচুর মহিলা ভক্ত রয়েছে।’ এই সুযোগে দুই তারকাই নিজেদের আসন্ন ছবি ‘দিলওয়ালে’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারও করে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement