মিঠুনের গুণমুগ্ধ সলমন

সলমনের কথায়, ‘‘ইন্ডাস্ট্রিতে একটি কথা খুব চালু। সেটা হল ‘চক্রবর্তী শট’। এই শব্দবন্ধনীর নেপথ্যে রয়েছেন মিঠুনদা।

Advertisement
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০০:২৩
Share:

মিঠুন-সলমন

সকলে জপে ভাইজান। আর ভাইজান শোনালেন ‘চক্রবর্তী শট’-এর গল্প।

Advertisement

হিন্দি রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ সিজন সিক্সের এই সপ্তাহের মঞ্চ আলো করবেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। উপলক্ষ তাঁদের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচার। এই প্রথম বার নয়। এর আগেও এই মঞ্চে দেখা গিয়েছে সলমনকে। গ্র্যান্ডমাস্টার মিঠুন চক্রবর্তীকে বিশেষ পছন্দ ‘সুলতান’ তারকার। এ বার শোয়ের আকর্ষণ অন্যত্র।

সলমনের কথায়, ‘‘ইন্ডাস্ট্রিতে একটি কথা খুব চালু। সেটা হল ‘চক্রবর্তী শট’। এই শব্দবন্ধনীর নেপথ্যে রয়েছেন মিঠুনদা। আসলে উঠতি সময়ে মিঠুনদাকে দিনে চারটে শিফ্‌টেও কাজ করতে হয়েছে। এক সেট থেকে দৌড়ে তিনি অন্য সেটে শ্যুট করতে যেতেন। তাই ইন্ডাস্ট্রিতে নতুন কেউ এলেই এই শব্দটা শেখানো হতো। এটা বোঝাতে যে, কাজের চাপ কতটা বাড়তে পারে।’’ তা শুনে মিঠুনের মুখে ছিল হাসি। নামের জন্য কম পরিশ্রম তো করেননি ‘ডিস্কো ডান্সার’!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement