‘সলমন খানের সঙ্গে কাজ না করাটা এমন কিছু ব্যাপার না!’

সঙ্গে যোগ করলেন, ‘‘হলিউডের বিরাট মাপের হিরোর সঙ্গে কাজ করছে... সলমন খানের সঙ্গে কাজ না করাটা এমন কিছু ব্যাপার না।’’ সরাসরি প্রিয়ঙ্কাকে ঠুকে কথাগুলো বলেছেন সলমন। দু’জনের সম্পর্ক কোনও দিনই মসৃণ ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০০:২১
Share:

সলমন। ছবি: এএফপি।

সোমবার নিজের প্রযোজিত ছবি ‘লাভরাত্রি’র ট্রেলার লঞ্চে এসে প্রিয়ঙ্কা চোপড়া সংক্রান্ত বেশ কতকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সলমন খান! বললেন, ‘‘প্রিয়ঙ্কা যদি সলমন খানের সঙ্গে কাজ না করতে চায়, ইট’স ওকে। টিম ‘ভারত’ ওকে এমনিতেও আটকাতো না! আর আমি ওর জন্য খুশি।’’

Advertisement

সঙ্গে যোগ করলেন, ‘‘হলিউডের বিরাট মাপের হিরোর সঙ্গে কাজ করছে... সলমন খানের সঙ্গে কাজ না করাটা এমন কিছু ব্যাপার না।’’ সরাসরি প্রিয়ঙ্কাকে ঠুকে কথাগুলো বলেছেন সলমন। দু’জনের সম্পর্ক কোনও দিনই মসৃণ ছিল না।

এখন এই মন্তব্যে বোঝা যাচ্ছে, সলমন যতই কুল-ক্যাজ়ুয়াল থাকুন, তিনি সন্তুষ্ট নন। ট্রেলার লঞ্চে বলেছেন, ‘‘তবে সিদ্ধান্তটা আমাদের আগে জানানো উচিত ছিল। শি়ডিউল শুরু হওয়ার ১০ দিন আগে আমরা জেনেছি। প্রথমে কারণটাও অন্য বলা হয়েছিল। এখন তো দেখছি, কারণটাও পাল্টে গিয়েছে। তবে বিয়ে বা হলিউড যেটাই কারণ হোক, ওকে আমাদের শুভেচ্ছা!’’ প্রিয়ঙ্কা কিন্তু এখনও নিরুত্তর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement