মুম্বই। মধ্যরাত। ডিনার ডেট।
গেস করুন তো, পাত্র-পাত্রী কারা?
শুনলে অবাক হবেন।
গত রবিবার মুম্বইতে মধ্যরাতে ডিনারে গেলেন সলমন খান এবং য়ুলিয়া ভানটুর!
গতকাল গোটা বলিউড হাজির ছিল বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে। কিন্তু, সেখান থেকেই সলমন সময় বের য়ুলিয়াকে নিয়ে বেরিয়ে গেলেন ভাইজান। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি বিশেষ রেস্তোরাঁ নাকি সলমন এবং য়ুলিয়ার পছন্দের। সেখানেই নাকি ডিনারে গিয়েছিলেন তাঁরা। সেখানে দীর্ঘ সময় ছিলেনও এই লভ-বার্ড।
গতকাল রাতের পর বি-টাউনে জোর জল্পনা সলমন-য়ুলিয়ার প্রেম ভালই জমে উঠেছে। এ বার শুধু গাঁটছড়া বাঁধার অপেক্ষা।