Salman Khan

বিয়ে হয়নি তো কী! বাবা হওয়ার সময় এখনও আছে, সন্তান নিয়ে পরিকল্পনা জানালেন সলমন

গত ডিসেম্বরে ৫৯ বছর পূর্ণ করলেন সলমন। যদিও মনের দিক থেকে তিনি সব সময় তরতাজা বলেই দাবি করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫
Share:

বাবা হতে চান সলমন খান! ছবি: সংগৃহীত।

বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু তিনি চিরকুমার। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সলমন খান। যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তাঁর। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন সলমন। বিয়ে না হলেও, বাবা হওয়ার এখনও সময় রয়েছে। ভাইপো আরহান খানের পডকাস্টে এসে এমন মন্তব্যই করলেন অভিনেতা।

Advertisement

পডকাস্টে আরহানের সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। শুরুতেই সলমন মজা করে প্রশ্ন করেন, এই পডকাস্ট করে কী হবে? আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে এই কথোপকথন তাঁদের সন্তানেরা দেখবে। তখনই কথা প্রসঙ্গে সলমন নিজের সন্তান হওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন। ভাইজান আরহানের বন্ধুদের বলেন, “তোমাদের বাবা হওয়ার এখনও দেরি আছে। আমারও সময় আছে। খানিক বেশিই সময় আছে।” এই শুনে থতমত খেয়ে যান আরহান ও তাঁর বন্ধুরা।

গত ডিসেম্বরে ৫৯ বছর পূর্ণ করলেন সলমন। যদিও মনের দিক থেকে তিনি সব সময় তরতাজা বলেই দাবি করেন। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কইফ, বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। কিন্তু শেষ পর্যন্ত ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। বি-টাউনে গুঞ্জন, বর্তমানে সলমন ইয়ুলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই নিয়ে ভাইজান বা ইউলিয়া, কেউই মুখ খোলেননি। যদিও সলমনের বাড়ির যে কোনও অনুষ্ঠানে হাজির থাকেন তিনি।

Advertisement

উল্লেখ্য, সলমনকে আগামীতে দেখা যাবে ‘সিকন্দর’ ছবিতে। ছবির শুটিং এখনও চলছে। লরেন্স বিশ্নোইয়ের হুমকি এলেও, শুটিং থামিয়ে রাখেননি তিনি। তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement