Entertainment News

আমির খানকে ঘৃণা করেন সলমন!

কোনও লেখার ভুল নেই। হেডলাইনটা ঠিকই পড়ছেন। আমির খানকে ঘৃণা করেন সলমন। পেশাগত ভাবে আমিরের প্রতি চরম ঘৃণার কথা প্রকাশ্যে টুইট করে জানিয়েছেন খোদ ভাইজান। ব্যক্তিগত ভাবে তাঁকে পছন্দ করলেও পেশার দিক থেকে নাকি আমিরকে ঘৃণা করেন সল্লু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ১৩:৪১
Share:

কোনও লেখার ভুল নেই। হেডলাইনটা ঠিকই পড়ছেন। আমির খানকে ঘৃণা করেন সলমন। পেশাগত ভাবে আমিরের প্রতি চরম ঘৃণার কথা প্রকাশ্যে টুইট করে জানিয়েছেন খোদ ভাইজান। ব্যক্তিগত ভাবে তাঁকে পছন্দ করলেও পেশার দিক থেকে নাকি আমিরকে ঘৃণা করেন সল্লু। ‘দঙ্গল’ দেখার পর অন্তত এমন রিঅ্যাকশনই দিলেন সলমন খান।

Advertisement

‘দঙ্গল’ নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা শুরু হয়েছে সিনে মহলে। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই সপরিবার ছবিটি দেখেছেন সলমন খানও। ‘দঙ্গল’ দেখার পর সলমন টুইট করেছেন, ‘আমার পরিবারের সকলে দঙ্গল দেখেছেন। এটা ‘সুলতান’এর থেকে অনেক ভাল ফিল্ম। আমির তোমাকে ব্যক্তিগত ভাবে ভালবাসি, কিন্তু পেশাগত ভাবে ঘৃণা করি।’ তার উত্তরে আমির টুইট করেছেন, ‘সলমন তোমার ঘৃণাও আমার কাছে ভালবাসার মতো…।’

ক্লিক করলেই বড়দিনের আনন্দ

Advertisement

চলতি বছরের জুলাই নাগাদ মুক্তি পেয়েছিল সলমনের ‘সুলতান’। সে ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘দঙ্গল’-এ আমির খান কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে প্রথম থেকেই দু’টি ছবির মধ্যে তুলনা করে আলোচনা হয়েছিল সিনে মহলে। সলমন ভাল নাকি আমির, তা নিয়ে তর্কও হয়েছে বিস্তর। তবে সে সবের উত্তর যেন একাই দিয়ে দিলেন ভাইজান। ‘দঙ্গল’কে দরাজ সার্টিফিকেট দেওয়াই নয়, ‘সুলতান’এর থেকে যে তা অনেক ভাল তা নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি।

আরও পড়ুন দেশের সেরা ১০ সেলিব্রিটি! শাহরুখকে টপকে ১এ সলমন

আরও পড়ুন দেশের সেরা ১০ সেলিব্রিটি! শাহরুখকে টপকে ১এ সলমন !

আরও পড়ুন দেশের সেরা ১০ সেলিব্রিটি! শাহরুখকে টপকে ১এ সলমন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement