সলমনের রোষে ‘সুলতান’ থেকে বাদ অরিজিত্!

দিন কয়েক ধরেই বি-টাউনে মূল আলোচ্য সলমন খান এবং অরিজিত্ সিংহের বিরোধ। সলমন খান যে অরিজিৎকে ক্ষমা করতে নারাজ, সে কথা তো ইতিমধ্যেই জানেন বলিউডের সকলে। সূত্রের খবর, ২০১৩-এর একটি ঘটনা নিয়ে সলমন রীতিমতো ক্ষুব্ধ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ১৫:১০
Share:

দিন কয়েক ধরেই বি-টাউনে মূল আলোচ্য সলমন খান এবং অরিজিত্ সিংহের বিরোধ। সলমন খান যে অরিজিৎকে ক্ষমা করতে নারাজ, সে কথা তো ইতিমধ্যেই জানেন বলিউডের সকলে। সূত্রের খবর, ২০১৩-এর একটি ঘটনা নিয়ে সলমন রীতিমতো ক্ষুব্ধ। অরিজিৎ ফেসবুকে ক্ষমা চাওয়ার পরেই নাকি সলমন এবং তাঁর টিম ‘সুলতান’ থেকে অরিজিতের গান বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ, ক্ষমাপ্রার্থনা করে অরিজিত্ ফেসবুকে এই গানটি বাদ না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যদিও ‘সুলতান’-এর সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তিনি বলেছেন, ‘‘এ বিষয়টি নিয়ে কথা বলতে পারলে ভাল হত। কিন্তু এখন আমি শুধু ‘তিন’ ছবিটি নিয়ে কথা বলব।’’

Advertisement

আরও পড়ুন

সলমনের অরিজিতের উপর রেগে থাকার আসল কারণ কি এটাই?

Advertisement

সলমনের কাছে ক্ষমা চেয়ে কী লিখেছিলেন অরিজিৎ সিংহ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement