salman khan Car

মৃত্যুর খাঁড়া, কড়া নিরাপত্তা বলয়ে বিচরণও যেন যথেষ্ট নয়, সলমন নিলেন নতুন পদক্ষেপ

সলমনের বিরুদ্ধে নাকি প্রতিশোধস্পৃহায় ফুঁসছেন বিশ্নোইরা। নিজের সুরক্ষা আরও জোরদার করতে কোন পদক্ষেপ করলেন তারকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২০:৪৯
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

বলি তারকা সলমন খানের কাছে লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে একের পরে এক হুমকি এসেছে। ভাইজানের বাড়ির সামনেও গুলিবর্ষণ করেছে বিশ্নোই দলের দুষ্কৃতীরা। এমনকি, ভাইজানের ঘনিষ্ঠদেরও ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এমন হুমকিও এসেছে। প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির মৃত্যুও সেই একই কারণে। তবে বিশ্নোইদের মূল নিশানায় স্বয়ং সলমন। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সলমনের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহায় ফুঁসছেন তাঁরা। সেই কারণেও নিজের সুরক্ষা আরও জোরদার করছেন সলমন। জন্মদিনের সময় ‘বুলেটপ্রুফ’ কাচ বসান নিজের বারান্দায়। একটা ‘বুলেটপ্রুফ’ গাড়ি ছিলই। আরও একটা ‘বুলেটপ্রুফ’ গাড়ি কিনলেন। সেই গাড়ির দাম নেহাত কম নয়।

Advertisement

আকাশছোঁয়া দাম এই এসইউভি গাড়ির। ভারতে খুব পরিচিত গাড়ি নয় এটি। একাধিক উন্নত মানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। বিদেশ থেকে মুম্বইয়ে এই গাড়ি নিয়ে আসতেও বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে তাঁকে। প্রায় ৩.৪০ কোটি দাম। গাড়িটা প্রতি ঘণ্টায় সবোর্চচ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। গাড়ির ইঞ্জিনও অত্যাধুনিক। তবে শুধু গাড়ি নয়, সলমন সর্বক্ষণ ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান। এ ছাড়াও ব্যক্তিগত ১১ জন দেহরক্ষী সুরক্ষা বলয়ে ঘিরে রাখেন তাঁকে। এ ছাড়াও দু’জন কনস্টেবল সর্বক্ষণ তাঁর গাড়ির সঙ্গে ঘুরছে। যদিও এমন নিরাপত্তার ঘেরাটোপে থাকতে ভালবাসেন না, সলমন নিজেই জানিয়েছেন। তবু অপারগ ‘ভাইজান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement