আরবাজ-মালাইকার ডিভোর্স ঠেকাতে আসরে সলমন!

আরবাজ এবং মালাইকার ডিভোর্স ঠেকাতে এ বার মাঠে নামলেন সলমন খান। ক’দিন ধরেই এই খান দম্পতির ‘শকিং ব্রেকআপ’-এর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনে। কোনও কোনও মহল থেকে শোনা গিয়েছিল, এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মালাইকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ১৩:২২
Share:

আরবাজ এবং মালাইকার ডিভোর্স ঠেকাতে এ বার মাঠে নামলেন সলমন খান। ক’দিন ধরেই এই খান দম্পতির ‘শকিং ব্রেকআপ’-এর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনে। কোনও কোনও মহল থেকে শোনা গিয়েছিল, এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মালাইকা। আবার তাঁর সঙ্গে অর্জুন কপূরের সম্পর্ক নিয়েও জোর গসিপ চলছিল। এর মধ্যেই এই সম্পর্ক জোড়া লাগাতে এগিয়ে এলেন খোদ সল্লু মিঞা। গতকাল রাতে নাকি মালাইকার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন ভাইজান। তাঁকে বুঝিয়েছেন, কোনও তুচ্ছ কারণ যেন ১৮ বছরের দাম্পত্য ছেড়ে বেরিয়ে আসার কথা না ভাবেন নায়িকা।

Advertisement

ব্রেকআপের জল্পনা নিয়ে কয়েক দিন আগে প্রথম মুখ খুলেছিলেন আরবাজ খান। তিনি বলেছিলেন, ‘‘এত বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’’ তাঁদের সম্পর্কে যে সাময়িক সমস্যা হয়েছিল তা পরোক্ষে মেনে নিয়েই বলেছিলেন, ‘‘জীবনে কখনও এমন সময় আসে যখন কন্ট্রোলটা মহিলাদের হাতেই দিতে হয়। এখন আমরা ঠিক সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি।’’

আরবাজ যতই সমস্যাটাকে হালকা করে দেখানোর চেষ্টা করুন, বিষয়টা যে গুরুতর তা আর অস্বীকার করার কোনও উপায় নেই। এ বার আসরে খোদ সলমন। কিন্তু তিনিও এই বিচ্ছেদ ঠেকাতে পারবেন কি?

Advertisement

আরও পড়ুন, ‘মালাইকাকে হারিয়ে ফেলার ভয় পাই’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement