Salman Khan

হিলারি নাকি ট্রাম্প, কাকে পছন্দ সলমনের?

প্রেসিডেন্সিয়াল লড়াই জমেছে মার্কিন মুলুকে। এ বার তাতে জড়িয়ে পড়লেন সলমন খানও। কী ভাবে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ১৪:৩৩
Share:

প্রেসিডেন্সিয়াল লড়াই জমেছে মার্কিন মুলুকে। এ বার তাতে জড়িয়ে পড়লেন সলমন খানও। কী ভাবে জানেন?

Advertisement

আগামী ৮ নভেম্বর নির্বাচনের আগে ভাইজান জানালেন তাঁর পছন্দের প্রার্থীর নাম। ডেমোক্র্যাট পার্টি মনোনীত সদস্য হিলারি ক্লিন্টন ভোটে জিতলেই তিনি খুশি হবেন বলে মত সল্লু মিঞার। টুইট করে নিজের সমর্থনের কথা প্রকাশ্যে এনেছেন নায়ক।

টুইটে হিলারির ছবি দিয়ে সলমন লেখেন, ‘আশা করছি আপনি জিতবেন। ভগবান আপনাকে সংবিধান এবং মানুষের মূল্যবোধের দাম দেওয়ার শক্তি দেবে। অল দ্য বেস্ট।’ এরপর হ্যাশ ট্যাগে সলমন লেখেন, হিলারি ক্লিন্টন ফর প্রেসিডেন্ট।

Advertisement

যদিও হিলারি বলিউড সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন। সম্প্রতি তাঁর একটি ইমেল থেকে জানা গিয়েছে, অমিতাভ বচ্চন কে, তা তিনি জানেন না। তাই সলমনের শুভেচ্ছা হিলারি আদৌ জানতে পারবেন কি না তা নিয়েও রয়েছে সংশয়। তবে গোটা বিশ্বের বহু সেলেব হিলারিকে সমর্থন জানিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও, বেয়কন, কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, কেটি পেরি প্রমুখ।

আরও পড়ুন, আকাঙ্খার বিরুদ্ধে মানহানির মামলা করছেন যুবরাজের মা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement