আমিরকে কোনও ভাবেই তৃতীয় বিয়ে করতে দেব না

এও বলেন যে, আমির বলেছেন তিনিও এ বার সলমনকে বিবাহিত দেখতে চান। জবাবে সলমন বলেন, ‘‘আমিরের এই কথা আমারও কানে এসেছে। ও নাকি পারলে আমার হাত-পা বেঁধে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০১:১৪
Share:

তাঁকে কে বাঁধেন তার ঠিক নেই, এ দিকে সলমন খান বাঁধতে চান আমির খানকে। ‘টিউবলাইট’-এর প্রচার নিয়ে আপাতত সল্লুভাই খুব ব্যস্ত। তাঁর সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নটা খুব স্বাভাবিক ভাবেই আসে। বিশেষ করে ইউলিয়া ভন্তুরের সঙ্গে যেখানে তাঁর প্রেম বেশ স্টেডি।

Advertisement

তাই এক সাংবাদিক সলমনকে যথারীতি বিয়ের প্রশ্ন করে বসেন। এও বলেন যে, আমির বলেছেন তিনিও এ বার সলমনকে বিবাহিত দেখতে চান। জবাবে সলমন বলেন, ‘‘আমিরের এই কথা আমারও কানে এসেছে। ও নাকি পারলে আমার হাত-পা বেঁধে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে। তবে আমিও ঠিক করে নিয়েছি আমিরের হাত-পা বেঁধে দেব। যাতে ও কোনও ভাবেই তৃতীয় বিয়েটা না করতে পারে।’’ হাসতে হাসতে জবাব দিলেও সলমন কি ঠুকলেন আমিরকে? প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে ১৬ বছরের বিবাহিত জীবনে ছেদ টেনে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। কিরণের সঙ্গে তাঁর বিবাহিত জীবনও ১২ বছর হয়ে গেল। তাঁদের সম্পর্কে জটিলতার কোনও কথা শোনা যায়নি এখনও পর্যন্ত। সলমন কি তা হলে নিছকই মজা করলেন?

অটো-সফরে

Advertisement

দুই প্রাক্তনের সঙ্গেই প্রায় গোটা দিনটা কাটছে ক্যাটরিনার। ‘জগ্গা জাসুস’-এর জন্য রণবীর কপূরের সঙ্গে প্রচারে ঘুরছেন ক্যাট। এ দিকে সলমনের সঙ্গেও সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। মেহবুব স্টুডিয়োর বাইরে সলমন আর ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ক্যাটরিনাকে জড়িয়ে ধরেন সলমন। তার পর তাঁকে গাড়িতে রওনা করে দেন। আর নিজে বাড়ি ফেরেন অটোয় চড়ে। কিছু দিন আগে সলমনকে রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছিল আর এ বার তিনি
অটো-সফরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement